প্রকাশিত: জুন ১, ২০২৩, ১০:৫৯ পিএম
এবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে দল থেকে মাইনাসে সক্রিয় হয়ে উঠেছে দলত্যাগী নেতারা। এর নেতৃত্বে রয়েছেন দেশটির সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।
বৃহস্পতিবার (১ জুন) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, বুধবার (৩১ মে) কারাগারে থাকা সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান মাহমুদ কোরেশির সঙ্গে বৈঠক করেছেন ফাওয়াদ চৌধুরী। বৈঠকে ইমরানের সঙ্গ ত্যাগ করে তাদের সঙ্গে যোগ দিতে পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান মাহমুদ কোরেশিকে অনুরোধ করেছিলেন ফাওয়াদ।
প্রতিবেদনে বলা হয়েছে, ইমরানের সঙ্গ ছাড়তে রাজি হননি কোরেশি। এক টুইটে কোরেশির ছেলে জানান, ‘শাহ কোরেশি সাহেব দলের ভাইস প্রেসিডেন্ট এবং তিনি একটি আদর্শের নাম। আমরা ইমরান খান ও পিটিআইয়ের আদর্শের সঙ্গে আছি। শাহ মোহাম্মদ কোরেশী রাজনীতি করেছেন নীতি এবং সেবার-পদ এবং লোভের নয়।’
গত ৯ মে ইসলামাবাদ আদালত থেকে ইমরান খানকে গ্রেফতারের পর দেশজুড়ে সহিংসতা চালায় তার সমর্থকরা। বিভিন্ন প্রদেশে সামরিক স্থাপনায় হামলা ও ভাঙচুর চালানো হয়। যার তীব্র নিন্দা জানায় সেনাবাহিনী ও পাকিস্তান সরকার।
এডিএস/