প্রকাশিত: জুন ১, ২০২৩, ০৩:১০ এএম
যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আর সেখানে গিয়েই ভারতের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারকে লক্ষ্য করে তোপ দেগেছেন তিনি। মোদি ও তার সরকারে থাকা মানুষদের ‘সবজান্তা’ বলে কটাক্ষ করে বলেছেন, ভগবানের সঙ্গে বসিয়ে দিলে মোদি তাকেও দ্বিধায় ফেলে দেবেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
মঙ্গলবার (৩০ মে) দশদিনের যুক্তরাষ্ট্র সফর শুরু করেন রাহুল গান্ধী। সফরকালে সান ফ্রান্সিসকো হয়ে ওয়াশিংটন ডিসি যাবেন তিনি। সফরের শেষ গন্তব্য নিউইয়র্ক। মঙ্গলবার (৩০ মে) ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ায় একটি সভায় বক্তব্য দেন রাহুল।
সেখানে সমাজকর্মী, শিক্ষাবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সামনে রাহুল তার চোখে দেখা বর্তমান ভারতের ছবি তুলে ধরেন। মোদি সরকারের সমালোচনা করেন চাঁচাছোলা ভাষায়।
তার কথায়, ‘পৃথিবী এতই সুবিশাল, জটিল যে একজন ব্যক্তির পক্ষে সবটা বোঝা খুব কঠিন। এটি একটি রোগের মতো যে ভারতে কিছু লোক আছে যারা মনে করে যে তারা সবকিছু জানে। প্রধানমন্ত্রী মোদী তাদের মধ্যে একজন।’
মোদির মানসিকতার কথা বলতে গিয়ে রাহুল বলেন, ‘আমার মনে হয়, আপনি যদি মোদিজিকে ঈশ্বরের সামনে বসিয়ে দেন, তাহলে মোদিজি ঈশ্বরকেই বোঝানো শুরু করে দেবেন, কী করে দুনিয়া চলছে! তখন ঈশ্বর অবাক হয়ে ভাবতে বসবেন, তাহলে আমি কী পৃথিবী সৃষ্টি করলাম!
তিনি আরও যোগ করেন, ‘এটা খুবই হাস্যকর একটি ব্যাপার। কিন্তু আমাদের দেশে বাস্তবে এখন এটাই চলছে। এমন কিছু গোষ্ঠী আছে যারা মনে করে তারা সব কিছু বোঝে। তারা বিজ্ঞানীকে বিজ্ঞান বুঝিয়ে দিচ্ছে, ইতিহাসবিদকে ইতিহাস পড়িয়ে দিচ্ছে, সেনাবাহিনীকে যুদ্ধ করাও শিখিয়ে দিচ্ছে।’
কেন এমনটা হয়, রাহুল তার ব্যাখ্যা দিয়ে বলেন, ‘ এর মূলে রয়েছে মধ্যমেধা, এরা আসলে কিছুই জানে না। ভারতে এখন মধ্যমেধার রাজত্ব চলছে। জীবনে জানার জন্য শোনার প্রয়োজন হয়। আপনি কিছু যদি না শুনতে চান, তা হলে জানতেও পারবেন না। ভারত জোড়ো যাত্রা থেকে এই শিক্ষা আমি পেয়েছি।’
বিজেপির সঙ্গে কংগ্রেস-সহ বিরোধীদের আসল পার্থক্য কী, তা বলতে গিয়ে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী পুত্র রাহুল বলেন, ‘যদি আপনার বিশ্বাস থাকে রাগ, ঘৃণা আর ঔদ্ধত্যে, তা হলে আপনি নিজেকে বিজেপির সভায় খুঁজে পাবেন। আর আপনি ‘মন কি বাত’ শুনবেন।’
জেকেএস/