• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

এক সমুচার দাম ৪০০ টাকা!

প্রকাশিত: মে ৩০, ২০২৩, ০৯:৩৯ পিএম

এক সমুচার দাম ৪০০ টাকা!

আন্তর্জাতিক ডেস্ক

সমুচা খেতে কে না ভালোবাসে! সমুচা পছন্দ করে না এমন মানুষ হয়তো পাওয়া যাবে না। মুখরোচক লোভনীয় খাবার হিসেবে বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে খুবই জনপ্রিয় সমুচা। স্থানভেদে এর দামের পার্থক্য দেখা যায়। কোথাও পাঁচ টাকা, ১০ টাকা কোথাও বা ২০ টাকা। কিন্তু যদি এই সমুচার প্রতি পিসের দাম ৪০০ টাকা হয় তাহলে কেমন লাগবে বলুন তো?

সম্প্রতি এমন আকাশচুম্বী দামের সমুচার কথা জানিয়েছেন এক ভারতীয় বংশোদ্ভুত আমেরিকান ইউটিউবার। তার নাম  ড্রিউ হিকস। এক ভিডিওতে তিনি যুক্তরাষ্ট্রে সমুচার অবিশ্বাস্য দামের তথ্য তুলে ধরেছেন। খবর এনডিটিভির।


কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের একটি রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন হিকস। সেখানে মেন্যুকার্ডে দেখতে পান দুটি সমুচার দাম লেখা রয়েছে ৭ দশমিক ৪৯ মার্কিন ডলার। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় সমুচা দুটির দাম ৮০৩ টাকা প্রায়, মানে একেকটি সমুচা ৪০০ টাকা!
 
ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে হিকস বলেন, ভারতে দুটি সমুচার দাম ২০ রুপি। কিন্তু এখানে দুটি সমুচার দাম ৫০০ রুপি। চলো, বিহারেই ফিরে যাই ভাই।


এডিএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ