প্রকাশিত: মে ২৯, ২০২৩, ১১:১৮ পিএম
তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপ তথা রানঅফের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে গত রোববার (২৮ মে)। সেদিন তুরস্কের নবনির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও তার স্ত্রী ইস্তাম্বুলের উস্কুদারের সাফেত সেলেবি হাইস্কুল কেন্দ্রে ভোট দেন। এরপর সেখানে উপস্থিত ভোটারদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এরদোয়ানের এ অর্থ বিতরণ সংক্রান্ত ভিডিও প্রকাশ করেছে।
ভোটে জিতে টানা তৃতীয়বারের মতো তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (এ কে পার্টি) নেতা এরদোয়ান। দেশটির নির্বাচন কমিশনের দেয়া তথ্য মতে, রোববার অনুষ্ঠিত নির্বাচনে ৯৯ দশমিক ৪৩ শতাংশ ব্যালট গণনা সম্পন্ন হয়েছে। এতে এরদোয়ান ৫২ দশমিক ১৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৭ দশমিক ৮৬ শতাংশ ভোট। এই দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ২০ লাখেরও বেশি।
এডিএস/