প্রকাশিত: মে ২৯, ২০২৩, ১১:০৮ পিএম
তিয়ানগং মহাকাশ স্টেশনে প্রথমবারের মতো কোনো বেসামরিক নভোচারীকে পাঠাচ্ছে চীন। মঙ্গলবার (৩০ মে) দেশটির মহাকাশ মিশনের অংশ হিসেবে তাকে পাঠানো হবে। খবর আল-জাজিরার।
সোমবার (২৯মে) চীনের মহাকাশ সংস্থা জানিয়েছে, মঙ্গলবার উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে পেলোড বিশেষজ্ঞ গুই হাইচাও যাত্রা করবেন।
এখন পর্যন্ত চীন যাদের মহাকাশ স্টেশটিতে পাঠিয়েছে তারা সবাই পিপলস লিভারেশ আর্মির সদস্য।
মহাকাশ সংস্থাটির একজন মুখপাত্র জানিয়েছেন, গুই বেইজিং ইউনিভার্সিটি অব অ্যারোনটিক্স ও অ্যাস্ট্রোনটিক্সের অধ্যাপক। মূলত মহাকাশ বিজ্ঞান পরীক্ষামূলক পেলোডগুলোর অন-অরবিট অপারেশনের কাজে নিয়োজিত থাকবেন তিনি।
এডিএস/