আন্তর্জাতিক ডেস্ক
উত্তর ইতালির ম্যাগিওর হ্রদে পর্যটকবাহী নৌকা ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও একজন নিখোঁজ রয়েছেন। রোববার (২৮মে) সন্ধ্যায় এই নৌকাডুবির ঘটনা ঘটে।
সোমবার (২৯ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, রোববার (২৮ মে) সন্ধ্যায় সেস্তো ক্যালেন্ডে এবং অ্যারোনা শহরের মধ্যে নৌকাটি উল্টে যায়। নৌকাটিতে ২০ জনেরও বেশি যাত্রী ছিলেন।
ইতালির ফায়ার সার্ভিস জানিয়েছে, ১৯ জন যাত্রী নিরাপদে রয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তৎপরতা এখনও অব্যাহত রয়েছে। পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ইতালীয় গণমাধ্যম বলছে, নৌকার যাত্রীরা ছিলেন ব্রিটিশ, ইতালীয় ও ইসরাইলি।
ইতালীয় সংবাদমাধ্যম অনুযায়ী, নৌকাটিতে প্রায় ২৫ জন মানুষ ছিলেন, যারা জন্মদিন উদ্যাপন করছিলেন। তখনই হ্রদে একটি ঝড় তৈরি হয়ে ‘ছোট হারিকেনে’ পরিণত হয়েছিল। এরপরই নৌকাটি উল্টে ডুবে যায়। তবে বেশির ভাগ যাত্রীই সাঁতরে তীরে চলে আসেন।
এডিএস/
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন