প্রকাশিত: মে ২৯, ২০২৩, ০৮:২৭ পিএম
ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও হামলা চালিয়েছে রাশিয়া। সোমবার (২৯ মে) গভীর রাতে এ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। খবর আল জাজিরার।
দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মাসে এ নিয়ে মস্কো ১৫ বার হামলা চালিয়েছে কিয়েভে। আর এটি গভীর রাতে দ্বিতীয় হামলা।
সোমবার (২৯ মে) সকালে কিয়েভের মেয়র ভিটালি ক্লিটেসকো টেলিগ্রাম বার্তায় বলেন, শহরের কাছাকাছি এলাকায় একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। প্রতিরোধে আকাশ প্রতিরক্ষা বাহিনী কাজ করছে।
তিনি আরও বলেন, কিয়েভে বেশ কয়েকবার বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়াও কিয়েভের প্রতিবেশি শহর পডিলেও এ শব্দ শোনা গেছে। সেখানে ড্রোনের টুকরা পড়ে একটি বাড়ির ছাদ নষ্ট হয়ে গেছে।
কিয়েভের মেয়র ও শহরটির সামরিক প্রশাসন জানিয়েছে, রাতভর চালানো এ হামলায় কেউ নিহত হয়নি।
এর আগে, রোববারও কিয়েভে রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে মস্কো। এতে একজন নিহত হয়েছেন।
এডিএস/