• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

সীমান্তে নিরাপত্তা জোরদারের নির্দেশ পুতিনের

প্রকাশিত: মে ২৮, ২০২৩, ০৮:৩৭ পিএম

সীমান্তে নিরাপত্তা জোরদারের নির্দেশ পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক

সীমান্তে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার (২৭ মে) সেনাবাহিনীর এক অনুষ্ঠানে এ আদেশ দেন পুতিন।

রোববার (২৮ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে,  মস্কোর নিয়ন্ত্রণাধীন ইউক্রেনীয় অঞ্চলে দ্রুত রুশ সামরিক ও বেসামরিক চলাচল নিশ্চিত করতে এ নির্দেশনা দিয়েছেন তিনি।

ইউক্রেনের ভেতর থেকে সশস্ত্র দল রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ঢুকে সংঘাতে লিপ্ত হওয়ার ঘটনার পর এ নির্দেশনা সামনে এলো।

বর্ডার গার্ড দিবসে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) অধীনস্ত সীমান্ত পরিষেবাকে অভিনন্দন বার্তা দেন প্রেসিডেন্ট পুতিন। এ সময় তিনি বলেন, তাদের কাজ হচ্ছে যুদ্ধাঞ্চলের আশপাশের সীমানা ‘নির্ভরযোগ্যভাবে সুরক্ষিত’ করা।
 


সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার অভ্যন্তরে আক্রমণের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। প্রধানত রুশ সীমান্ত অঞ্চলগুলোতে ড্রোন হামলার পাশাপাশি দেশের বেশ গভীরেও ক্রমবর্ধমানভাবে হামলা হয়েছে।

এদিকে পারমাণবিক অস্ত্রের মোতায়েন নিয়ে যুক্তরাষ্ট্রকে লেকচার দিতে নিষেধ করেছে রাশিয়া। বেলারুশে রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের তীব্র নিন্দা জানানোয় ওয়াশিংটনের সমালোচনার কড়া জবাব দিয়েছে মস্কো।
 
সম্প্রতি বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনে দেশটির সঙ্গে রাশিয়ার চুক্তির পর এ পদক্ষেপের তীব্র সমালোচনা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেনিডেন্ট।

তবে শনিবার (২৭ মে) ওয়াশিংটনের সমালোচনা করে মস্কোর পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে ইউরোপে পারমাণবিক অস্ত্র মোতায়েন করে রেখেছে। তাই, যুক্তরাষ্ট্র যেন পারমাণবিক অস্ত্র মোতায়েন নিয়ে রাশিয়াকে কোন সবক দিতে না আসে।


এডিএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ