• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ইসলামাবাদ পুলিশের বিরুদ্ধে গাড়ি চুরির অভিযোগ পিটিআই সেক্রেটারির

প্রকাশিত: মে ২৮, ২০২৩, ০৮:২০ পিএম

ইসলামাবাদ পুলিশের বিরুদ্ধে গাড়ি চুরির অভিযোগ পিটিআই সেক্রেটারির

আন্তর্জাতিক ডেস্ক

ইসলামাবাদ পুলিশের বিরুদ্ধে গাড়ি চুরির অভিযোগ করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নতুন সেক্রেটারি ওমর আইয়ুব খান।

রোববার (২৮ মে) এক টুইটবার্তায় তিনি জানান, ইসলামাবাদ পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে গাড়ি চুরি করেছে। খবর এনডিটিভির।

তিনি আরও লেখেন, ‘শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শালিমার পুলিশ স্টেশন থেকে ইসলামাবাদ পুলিশ আমার বাসায় অভিযান চালায়। সে সময় তাদের কাছে কোনো সার্চ ওয়ারেন্ট ছিল না। তারা আমার পার্কিং থেকে টয়োটা হাই লাক্স টুইন কেবিন মডেল ২০১১ চুরি করে নিয়ে যায়। ইসলামাবাদ পুলিশ অবৈধ অভিযানের সঙ্গে সঙ্গে গাড়ি চুরিও শুরু করেছে।’

আইয়ুব খান লিখেছেন, ‘বিচার বিভাগের সদস্য, বেসামরিক কর্মচারী এবং কূটনীতিকদের তাদের গাড়ির খেয়াল রাখা উচিত। কারণ, পুলিশ এই অতি উচ্চ মূল্যস্ফীতির সময়ে তাদের বেতন বাড়াতে যানবাহন চুরির আশ্রয় নিয়েছে! আমি এখন কোথায় আমার গাড়ির এফআইআর লেখাব? এখন কি আমার চোরকে চোর ধরতে বলতে হবে?’

শনিবার (২৭ মে) ওমর আইয়ুব খানকে পিটিআইয়ের সেক্রেটারি হিসেবে নিযুক্ত করা হয়।
 


সেক্রেটারি নিযুক্ত হওয়ার পর তিনি টুইট করে বলেন, ‘এটা আমার জন্য অনেক সম্মানজনক। আমি সব সময় পাকিস্তান ও পিটিআইয়ের জন্য কাজ করে যাব। আর আমি আমার সর্বোচ্চ দিয়ে পিটিআইয়ের চেয়ারম্যান ও সদস্যদের প্রত্যাশা পূরণ করার চেষ্টা করবে।’

এর আগে তিনি মালির ক্যান্ট পুলিশের বিরুদ্ধে জাতীয় পরিষদের সাবেক সদস্য জামিল আহমেদ খানের বাড়িতে অভিযানের অভিযোগ করেন।

অভিযোগ করে আইয়ুব খান বলেন, ‘মালির ক্যান্ট পুলিশ অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন জামিলের বাসভবনে অভিযান চালায়। এ সময় পুলিশ তার পরিবারকে হয়রানি করে এবং তার গাড়ি নিয়ে চলে যায়। শুধু পিটিআইয়ের জাতীয় পরিষদের সদস্য হওয়ার জন্য তাকে এসব করা হচ্ছে? আমি এর তীব্র নিন্দা জানাই। বিবেকের সবসময় জয় হওয়া উচিত।’
 
গত ৯ মে আল-কাদির ট্রাস্ট মামলায় গ্রেফতার হন পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান। এরপর থেকেই তার দলের বিভিন্ন সদস্যকে গ্রেফতার করা হয় এবং তাদের বাড়িতে অভিযান চালানো হচ্ছে।


এডিএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ