প্রকাশিত: মে ২৮, ২০২৩, ০৮:২০ পিএম
ইসলামাবাদ পুলিশের বিরুদ্ধে গাড়ি চুরির অভিযোগ করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নতুন সেক্রেটারি ওমর আইয়ুব খান।
রোববার (২৮ মে) এক টুইটবার্তায় তিনি জানান, ইসলামাবাদ পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে গাড়ি চুরি করেছে। খবর এনডিটিভির।
তিনি আরও লেখেন, ‘শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শালিমার পুলিশ স্টেশন থেকে ইসলামাবাদ পুলিশ আমার বাসায় অভিযান চালায়। সে সময় তাদের কাছে কোনো সার্চ ওয়ারেন্ট ছিল না। তারা আমার পার্কিং থেকে টয়োটা হাই লাক্স টুইন কেবিন মডেল ২০১১ চুরি করে নিয়ে যায়। ইসলামাবাদ পুলিশ অবৈধ অভিযানের সঙ্গে সঙ্গে গাড়ি চুরিও শুরু করেছে।’
আইয়ুব খান লিখেছেন, ‘বিচার বিভাগের সদস্য, বেসামরিক কর্মচারী এবং কূটনীতিকদের তাদের গাড়ির খেয়াল রাখা উচিত। কারণ, পুলিশ এই অতি উচ্চ মূল্যস্ফীতির সময়ে তাদের বেতন বাড়াতে যানবাহন চুরির আশ্রয় নিয়েছে! আমি এখন কোথায় আমার গাড়ির এফআইআর লেখাব? এখন কি আমার চোরকে চোর ধরতে বলতে হবে?’
শনিবার (২৭ মে) ওমর আইয়ুব খানকে পিটিআইয়ের সেক্রেটারি হিসেবে নিযুক্ত করা হয়।
এডিএস/