• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

মায়ামির ধ্বংসস্তূপ থেকে আরও ৬ মৃতদেহ উদ্ধার

প্রকাশিত: জুলাই ১, ২০২১, ১২:৪৯ পিএম

মায়ামির ধ্বংসস্তূপ থেকে আরও ৬ মৃতদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি শহরে বহুতল ভবনের ধ্বংসস্তূপ থেকে আরও ছয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ভবন ধসের ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। নিহতদের মধ্যে ৪ ও ১০ বছর বয়সী দুই শিশু রয়েছে।

বুধবার (৩০ জুন) স্থানীয় প্রশাসন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ধ্বংসস্তূপে জীবিত কারও খোঁজ মেলেনি। ফলে এখনো ১৪৭ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের প্রত্যেককে বের করার আগ পর্যন্ত উদ্ধারকাজ চলবে বলে জানিয়েছেন মায়ামির মেয়র। এখনো অনেকে জীবিত থাকতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

ধ্বংসস্তূপ থেকে নিহত ও নিখোঁজদের উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন প্রায় ২০০ বিশেষজ্ঞ কর্মী। জীবিত ও মৃতদের সন্ধান পেতে সাহায্য করছে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দুটি কুকুর। এ ছাড়াও আরও কয়েক শ ফায়ার সার্ভিসকর্মী, পুলিশ, প্রকৌশলী, পরিবেশ নিরাপত্তা বিশেষজ্ঞ ও অন্যান্যরা কাজ করে যাচ্ছেন।

৪০ বছরের পুরোনো ভবনটির প্রায় অর্ধেক অংশ ধসে পড়ার কারণ এখনো নিশ্চিত করতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। ১৯৮১ সালে সার্ফসাইড শহরে তৈরি হয় আবাসিক কমপ্লেক্সটি। ধসের ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের বেশির ভাগই লাতিন আমেরিকার বিভিন্ন দেশের নাগরিক বলে নিশ্চিত করেছে কয়েকটি দেশের কনস্যুলেট। আছেন প্যারাগুয়ের ফার্স্ট লেডির বোন, ভগ্নিপতি, তাদের তিন সন্তান ও একজন গৃহকর্মী।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১ জুলাই) ঘটনাস্থল পরিদর্শনের কথা আছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্টলেডি জিল বাইডেনের।

শামীম/সবুজ/এএমকে
আর্কাইভ