প্রকাশিত: মে ২৮, ২০২৩, ০৭:৪০ এএম
উত্তর পাকিস্তানের একটি প্রত্যন্ত অঞ্চলে তুষারধসে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে আরও ১০ জন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, গিলগিট-বালতিস্তান এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরের সংযোগস্থল শাউন্টার পাসের কাছে এই ঘটনা ঘটে।
কর্মকর্তারা বলেছেন, খারাপ আবহাওয়া এবং দুর্গম এলাকা উদ্ধার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।
উদ্ধার কর্মকর্তা সুবাহ খান জানান, কাশ্মীর থেকে ফিরে আসা প্রায় ৩৫ জনের একটি যাযাবর দল, একটি গিরিখাতের কাছে ক্যাম্প করেছিল। গভীর রাতে তুষারধস হলে কমপক্ষে ১০ জন মারা যায়।
স্থানীয় পুলিশ কর্মকর্তা মুহাম্মদ রিয়াজ বলেন, দুর্গম এলাকায় উদ্ধার অভিযানে স্থানীয়রা নেতৃত্ব দিচ্ছেন।