• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

একমাসে ৯ হাজারের বেশি নাগরিকের ইইউতে আশ্রয়ের আবেদন

প্রকাশিত: মে ২৭, ২০২৩, ০৮:৫১ পিএম

একমাসে ৯ হাজারের বেশি নাগরিকের ইইউতে আশ্রয়ের আবেদন

আন্তর্জাতিক ডেস্ক

গত মাসে ৯ হাজারেরও বেশি আফগান নাগরিক ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য রাষ্ট্রগুলোতে আশ্রয় চেয়ে আবেদন করেছেন। এটি কোনো একক দেশ থেকে ইউরোপীয় ইউনিয়নে সর্বোচ্চসংখ্যক আবেদন।

ইউরোপীয় আদমশুমারি ব্যুরো রিপোর্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আফগানিস্তানের বার্তা সংস্থা খামা প্রেস। বৃহস্পতিবার (২৫ মে) ইউরোপীয় আদমশুমারি ব্যুরো তাদের মাসিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুধু ফেব্রুয়ারি মাসেই ৭৬ হাজার ৫০০ মানুষ ইইউতে আশ্রয় চেয়ে আবেদনপত্র জমা দিয়েছে। এই সংখ্যাটি গত বছরের তুলনায় ৪০ শতাংশ বেশি। গত বছরের ফেব্রুয়ারিতে ৫৪ হাজার ৩৭০টি আবেদনপত্র জমা পড়েছিল।


ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, গত কয়েক বছর ধরে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে সবচেয়ে বেশি আশ্রয় চাইছেন সিরিয়া ও আফগানিস্তানের নাগরিকেরা। পরিসংখ্যান বলছে, ৭৭ শতাংশ আশ্রয়প্রার্থী স্পেন, জার্মানি, ফ্রান্স ও ইতালিতে আশ্রয় চেয়েছেন।

খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারি মাসে শুধু জার্মানিই ২৫ হাজারের বেশি আশ্রয়প্রার্থীর আবেদন পেয়েছিল।

প্রতিবেদন বলছে, নতুন আশ্রয়প্রার্থীদের মধ্যে ২ হাজার ৭৪৫ জন অবিবাহিত নাবালক, যাদের মধ্যে ১ হাজার ২৫ জন আফগান নাগরিক।


এডিএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ