প্রকাশিত: মে ২৭, ২০২৩, ০৭:৫৯ পিএম
পশ্চিমবঙ্গে অবৈধ কারখানায় বিস্ফোরণে নিহতের ঘটনায় ক্ষমা চেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার (২৭ মে) বিস্ফোরণস্থল পরিদর্শনে গিয়ে রাজ্যবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চান তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি মাথা নত করে সবার কাছে এ ঘটনার জন্য ক্ষমা চাইছি। পাশাপাশি সবার সহযোগিতা চাইছি যে, পশ্চিমবঙ্গে কোথায় এমন অবৈধ আতশবাজির কারখানা দেখলে প্রশাসনকে আপনারা খবর দেবেন। আমরা পরিবেশ বান্ধব আতশবাজি তৈরির জন্য রাজ্য সরকার থেকে একটা ক্লাস্টার তৈরির পরিকল্পনা করছি।’
গত ১৬ মে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল এলাকায় একটি অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণে কারখানার মালিকসহ ১১ জন নিহত হয়।
ওই ঘটনায় রাজ্যজুড়ে তোলপাড় পড়ে যায়। সমালোচনার মুখে পড়েন রাজ্য প্রশাসন। বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতো জায়গায় সরকারি সফর করলেও বিস্ফোরণের পর সেখানে না যাওয়া নিয়ে বিরোধীরা তীব্র সমালোচনা শুরু করেন।
শনিবার এগরায় আতশবাজি কারখানায় নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান। সেখানে গিয়েই কার্যত আবেগতাড়িত হয়ে যান মমতা। তিনি বলেন, আমি মাথা নত করে এই ঘটনার জন্য সবার কাছে ক্ষমা চাইছি।
এডিএস/