• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

জানালা বন্ধ করে দেওয়ায় প্রধান শিক্ষিকাকে জুতাপেটা করলেন আরেক শিক্ষিকা

প্রকাশিত: মে ২৭, ২০২৩, ০৬:৫৮ পিএম

জানালা বন্ধ করে দেওয়ায় প্রধান শিক্ষিকাকে জুতাপেটা করলেন আরেক শিক্ষিকা

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

স্কুলের জানালা বন্ধ করাকে কেন্দ্র করে ভারতের বিহারের পাটনার এক স্কুলের প্রধান শিক্ষিকাকে জুতাপেটার ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের আরেক শিক্ষিকা এই কাণ্ড ঘটান। ঘটনার ভিডিও ধারণ করেছে ওই স্কুলেরই এক শিক্ষার্থী। খবর এনডিটিভির।

ওই শিক্ষার্থীর ধারন করা ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, কথা কাটাকাটির একপর্যায়ে প্রধান শিক্ষিকা কান্তি কুমারীকে গালিগালাজ শুরু করেন আনিতা কুমারী নামের আরেক শিক্ষিকা। পরে তাদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়।

এরপর রুম থেকে বের করে প্রধান শিক্ষিকাকে জুতাপেটা করতে থাকেন আনিতা কুমারী। একপর্যায়ে তার সঙ্গে যোগ দেন আরেকজন শিক্ষিকা। তিনি লাঠি নিয়ে পেটাতে থাকেন কান্তি কুমারীকে। পরে স্থানীয়রা এসে তাদের থামান।

স্কুলের আঞ্চলিক এডুকেশন অফিসার নরেশ জানান, এই দুই শিক্ষিকার মধ্যে আগে থেকেই ব্যক্তিগত বিবাদ ছিল। কর্তৃপক্ষকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

জেকেএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ