• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
মরিয়ম নওয়াজ বলেছেন

ইমরানের রাজনৈতিক ক্যারিয়ার শেষ

প্রকাশিত: মে ২৭, ২০২৩, ০৬:৩৬ পিএম

ইমরানের রাজনৈতিক ক্যারিয়ার শেষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের বিভিন্ন সেনা স্থাপনায় পরিকল্পিত হামলার মাস্টারমাইন্ড ছিলেন ইমরান খান—এমন অভিযোগ করেছেন পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) প্রধান সংগঠক মরিয়ম নওয়াজ। একই সঙ্গে তিনি ইমরানকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আপনার সময় শেষ হয়ে গেছে। আগামী নির্বাচনে কেউ আর পিটিআই থেকে টিকিট নেওয়ার চেষ্টা করবে না।’ জাতি ইমরান খানকে এবং যাঁরা ইমরান খানকে সুযোগ দিয়েছিলেন তাঁদের কাউকেই ক্ষমা করবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে, গতকাল শুক্রবার ভেহারি জেলায় দলের যুব সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় ইমরানকে উদ্দেশ্য করে মরিয়ম এসব কথা বলেছেন। সম্মেলনে পিএমএল-এন দলের শীর্ষস্থানীয় নেতা তেহমিনা দোলতানা, সাঈদ খান মানিস, সৈয়দ সাজিদ মেহেদী, নাঈম ভাবা, চৌধুরী ফকির আহমদ, আরিফ খুরশীদ, মালিক নোশের ল্যাঙ্গেরিয়ালসহ অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মরিয়ম নওয়াজ অভিযোগ করে বলেন, ‘৯ মের হামলা স্বতঃস্ফূর্ত ছিল না। পরিকল্পনাটি জামান পার্কে করা হয়েছিল। কিন্তু দেশের শত্রুরা কখনো এ ধরনের পরিকল্পনা করে সফল হয়নি।’

ইমরান খান সেনাবাহিনীকে দুর্বল করার চেষ্টা করেছেন, এর জন্য তাঁর লজ্জিত হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন মরিয়ম নওয়াজ। তিনি বলেন, ‘ইমরান খান ও তাঁর সুবিধাবাদীরা ২০১৮ সাল থেকে সেনাবাহিনীকে দুর্বল করার চেষ্টা করছেন। সেই উদ্দেশ্যেই ৯ মে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছেন।’

তাঁর বাবা নওয়াজ শরিফ সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাশীল ছিলেন বলেও জানান মরিয়ম।

মরিয়ম নওয়াজ বলেন, সেনাপ্রধান সৈয়দ আসিম মুনিরের নিয়োগে বাধা দেওয়ার জন্য গত বছর ইমরান খান ইসলামাবাদে লংমার্চ করেছেন। এমনকি ইমরান খান ১০ বছর ক্ষমতায় থাকার জন্য জেনারেল অসীম মুনিরকে আইএসআইয়ের ডিজির পদ থেকে সরিয়ে লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদকে নিয়োগ দিতে চেয়েছিলেন বলেও অভিযোগ করেন মরিয়ম নওয়াজ।

ইমরানের রাজনৈতিক ক্যারিয়ার শেষ উল্লেখ করে মরিয়ম বলেন, ‘তিনি ও তাঁর স্ত্রী মিলে তোশাখানা ও আল-কাদির ট্রাস্ট থেকে কোটি কোটি টাকা লুট করেছেন। তিনি এখন কারাগারে যাওয়ার ভয়ে ভীত। একজন স্বচ্ছ ও পরিচ্ছন্ন ব্যক্তিত্বের মানুষ কখনো কারাগারকে ভয় পান না।’

মরিয়ম আরও বলেন, ‘ইমরান আমাদের পরিবারের সবাইকে জেলে পাঠিয়েছিলেন, কিন্তু কারও বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারেননি। আমার বাবা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না। তাই ইমরানের বিচার আল্লাহর ওপরে ছেড়ে দিয়েছেন।’

পিএমএল-এন নেতা মরিয়ম বলেন, ‘জাতি তাঁর বিচার করবে। কাউকে রেহাই দেবে না। পিটিআই ছাই হয়ে যাবে।’

 

জেকেএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ