• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বাখমুত শহর ছাড়ছে ওয়াগনার সেনারা

প্রকাশিত: মে ২৬, ২০২৩, ০২:৫৭ এএম

বাখমুত শহর ছাড়ছে ওয়াগনার সেনারা

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

সম্প্রতি বাখমুত সম্পূর্ণ নিজেদের দখলে নেয়ার দাবি করে রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার। তবে এবার বাখমুত থেকে ওয়াগনার সেনা তুলে নেয়ার কথা জানিয়েছেন দলটির প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। খবর বিবিসির।

বৃহস্পতিবার (২৫ মে) টেলিগ্রাম চ্যানেলে প্রচারিত এক ভিডিও বার্তায় এ কথা জানান।

প্রিগোজিন বলেন, ‍‍`আমরা বাখমুত থেকে ইউনিট সরিয়ে নিচ্ছে। আজ, ২৫ মে সকাল ৫টা থেকে ১ জুন পর্যন্ত এই সেনা প্রত্যাহার প্রক্রিয়া চলবে। বেশিরভাগ ইউনিটই যুদ্ধক্ষেত্রের পেছনে ক্যাম্পে থাকবে। আমরা আমাদের অবস্থানগুলো সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করছি।‍‍`

প্রিগোজিনের দাবি, তারা পুরো বাখমুত শহর দখল করে নিয়েছে। তাদের দায়িত্ব আপাতত শেষ।

তিনি বলেন, রুশ সৈন্যরা যদি বাখমুত ধরে রাখতে অপারগ হয় বা বড় কোনো বিপদে পড়ে, ওয়াগনারের সেনারা ফিরে আসবে।

ভিডিওতে দেখা যায়, প্রিগোজিন তার সেনাদের বলছেন অবশিষ্ট গোলাবারুদ রুশ সৈন্যদের জন্য তারা রেখে যেতে পারে।

তিনি বলেন, যখন সৈন্যরা কোনো কঠিন সমস্যায় পড়বে, তারা (ওয়াগনার সেনারা) রুখে দাঁড়াবে। এ সময় তিনি তার সেনাদের সতর্ক করছেন তারা যেন রুশ সৈন্যদের সাথে দুর্ব্যবহার না করে।

এদিকে ইউক্রেন দাবি করছে, তাদের সৈন্যরা এখনও বাখমুতের বেশ কিছু এলাকা নিয়ন্ত্রণ করছে।

ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী হানা মালিয়ার বৃহস্পতিবার (২৫ মে) বলেন, বাখমুতের উত্তর-পশ্চিমের লিটাক মহল্লার অংশবিশেষ এখনও তাদের সৈন্যদের দখলে।

টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে তিনি লিখেছেন, শত্রুরা শহরতলী এলাকাগুলোতে ওয়াগনার সেনাদের প্রত্যাহার করে নিয়মিত সৈন্যদের মোতায়েন করছে, কিন্তু মূল শহরের ভেতর এখনও ওয়াগনার অবস্থান করছে।

 

জেকেএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ