• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

পেন্টাগনে বিস্ফোরণের ভুয়া ছবি ভাইরাল

প্রকাশিত: মে ২৩, ২০২৩, ১১:১০ পিএম

পেন্টাগনে বিস্ফোরণের ভুয়া ছবি ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনে বিস্ফোরণের একটি ভুয়া ছবি ভাইরাল হয়েছে। ছবি ভাইরালের প্রভাব দেশটির শেয়ারবাজারেও পড়েছে। সোমবার (২২মে) এ ঘটনা ঘটে। খবর আল জাজিরার।

কয়েক মিনিটের মধ্যেই ছিবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ছবিটি কিছু ভ্যারিফায়েড অ্যাকাউন্ট থেকেও শেয়ার করা হয়। যার ফলে ক্রমেই এই বিভ্রান্তি ছড়িয়ে পড়ে।

তবে পরবর্তী সময়ে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, এটি একটি ভুয়া ছবি। এমন কোনো ঘটনা ঘটেনি।

পেন্টাগনের এক মুখপাত্র বলেন, ‘আমরা নিশ্চিত করতে পারি যে এটা একটা মিথ্যা খবর। পেন্টাগনে হামলা হয়নি।’

স্থানীয় ফায়ার বিভাগও এই ভুয়া ছবির বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে ফায়ার বিভাগ বলেছে, পেন্টাগন বা তার কাছাকাছি এলাকায় কোনো বিস্ফোরণ ঘটেনি।

 
অনেক পর্যবেক্ষকের সন্দেহ, ভুয়া ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি করা হয়েছে।

জেনারেটিভ এআই প্রযুক্তি কয়েক মুহূর্তের মধ্যে এ ধরনের বিশ্বাসযোগ্য ছবি তৈরি করতে পারে। ছবিটি বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছিল।

এর আগেও এমন ভুয়া ছবি অনলাইনে ছড়িয়েছে, যার মধ্যে একটি ছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রেফতারের ছবি।


এডিএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ