• ঢাকা বৃহস্পতিবার
    ০৯ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

আফগানিস্তান ছাড়ল জার্মানি ও ইতালির সেনারা

প্রকাশিত: জুলাই ১, ২০২১, ০২:৫২ এএম

আফগানিস্তান ছাড়ল জার্মানি ও ইতালির সেনারা

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তান থেকে সকল সৈন্য প্রত্যাহার করেছে জার্মানি ও ইতালি। ২০ বছর পর মার্কিন নেতৃত্বাধীন জোট (ন্যাটো) ছেড়ে নিজ দেশে ফিরে গেল দেশ দুটির সেনাবাহিনীর সদস্যরা।

বুধবার (২৯ জুন) ইতালি এবং মঙ্গলবার রাতে জার্মানির সেনারা আফগানিস্তান ছাড়ে। এরপর ভিন্ন বিবৃতিতে দেশ দুটি থেকে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে ইতালির প্রতিরক্ষামন্ত্রী লরেঞ্জো গুয়েরিনি বলেন, 'মঙ্গলবার রাতে আফগানিস্তানে থাকা ইতালির সর্বশেষ সেনারা পিসা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানে আমাদের মিশনের সমাপ্তি ঘটেছে। সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে আফগানিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে না। আফগান প্রজাতন্ত্রের উন্নয়নে ইতালি ভিন্ন উপায়ে সম্পৃক্ত থাকবে।'

অন্যদিকে জার্মান প্রতীরক্ষামন্ত্রী আনেগ্রেট ক্রাম্প-কারেনবাউয়ার বলেন, ''আফগানিস্তানে আমাদের ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আমাদের বুনডেসভেরের সর্বশেষ সেনারা আফগানিস্তান ত্যাগ করেছেন।''

গত ২০ বছরে আফগানিস্তানে জার্মানির মোট দেড় লাখ এবং ইতালির ৫০ হাজার সেনা দায়িত্ব পালন করেছেন। এই যাত্রায় ইতালির ৫৩ সেনা নিহত ও ৭২৩ সেনা আহত হয়েছে। আর জার্মানির ৫৯ সেনা নিহত হয়েছেন।

আফগানিস্তানে সেনা মোতায়েনের সংখ্যার বিবেচনায় যে পাঁচটি দেশ শীর্ষে ছিল তাদের মধ্যে জার্মানি ও ইতালি রয়েছে। দেশটিতে যুক্তরাষ্ট্রের পরেই সবচেয়ে বেশি ছিল জার্মানির সেনা। এদের বাইরে যুক্তরাজ্য ও তুরস্কেরও বেশ সেনা মোতায়েন ছিল দেশটিতে। বর্তমানে সেখানে শুধু যুক্তরাষ্ট্রের কিছু সেনা অবশিষ্ট আছে।

বর্তমানে আফগানিস্তানে বাইরের কত সেনাবাহিনী রয়েছে এ নিয়ে কোনো কিছু জানায়নি ন্যাটো। তবে এখন পর্যন্ত বিভিন্ন দেশের ৪১০০ সেনা দেশটি ছেড়েছে বলে জানা গেছে।

মামুন
আর্কাইভ