• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

তীব্র তাপদাহ : কানাডায় মৃতের সংখ্যা বেড়ে ২৩৩

প্রকাশিত: জুলাই ১, ২০২১, ০১:৩৭ এএম

তীব্র তাপদাহ : কানাডায় মৃতের সংখ্যা বেড়ে ২৩৩

আন্তর্জাতিক ডেস্ক

তীব্র তাপদাহে নাজেহাল কানাডা। নিজেদের ইতিহাসের সর্বোচ্চ গরমের রেকর্ড দেখছে দেশটির জনগণ। এ তাপদাহে এখন পর্যন্ত কানাডা ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে ২৩৩ জন মারা গেছেন। এর মধ্যে গত চারদিনে মারা গেছেন ২০০ এর বেশি মানুষ।

ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের প্রধান লিসা লাপোইন্তে এক বিবৃতিতে বলেছেন, 'গত সপ্তাহের শেষ থেকে তাপমাত্রা বাড়তে শুরু করেছিল। চলতি সপ্তাহে তা রেকর্ড ভাঙছে। গত শুক্রবারের পর থেকে ২৩৩ জনের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।'

লাপোইন্তে আরও বলেন, 'গত সপ্তাহের শেষদিকে তাপ প্রবাহ শুরুর পর থেকে মৃত্যুর সংখ্যা বেড়েছে। তাপদাহে মৃত্যু বাড়ছে বলে সন্দেহ করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত করা হবে।'

কানডার কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের কর্মকর্তারা জানিয়েছেন, রাজ্যের ভ্যানকুভার, বার্নাবি ও স্যুরিতে গরমজনিত কারণে অসুস্থ ও মৃতের সংখ্যা বেশি।

এ দিকে পশ্চিমাঞ্চলের ভ্যানকুভারে শুক্রবার থেকে এ পর্যন্ত ১৩০ জনে মারা গেছে বলে জানিয়েছে শহরটির পুলিশ। তারা সবাই হঠাৎ করে মারা গিয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

শহরটি পুলিশ জানায়, শুধুমাত্র মঙ্গলবার দুপুরে তারা ৬৫ জনের মৃত্যুর সংবাদ পেয়েছে। মৃতদের মধ্যে অধিকাংশ বয়স্ক। তাদের মৃত্যুতে তাপমাত্রার অবদান রয়েছে।

ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের মতন কানাডার অন্যসব প্রদেশেও তাপমাত্রা বেড়েই চলছে। গরম বাতাসে অতিষ্ঠ  জনজীবন। আর এ বাতাসকে 'হিট ডোম' বলে আখ্যা দেয়া হয়েছে। দেশটির জলবায়ু দফতর দেশের ব্রিটিশ কলাম্বিয়া, অ্যালবার্টা, সাসকাচুয়ান, নর্থওয়েস্টার্ন টেরিটোরিস এবং ইউকন রাজ্যের কিছু এলাকায় অতিরিক্ত তাপমাত্রার জন্য সতর্কতা জারি করেছে।

এ বিষয়ে কানাডার আবহাওয়াবিদ ডেভ পিলিপস বলেন, 'গরম এই বাতাস সরছে না। সময়ের সঙ্গে এটি বৃদ্ধি পাচ্ছে।'

গত মঙ্গলবার ব্রিটিশ কলাম্বিয়া রাজ্যের লুটন গ্রামে ৪৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যেটি ছিল কানাডার ইতিহাসে সর্বোচ্চ। 

তীব্র তাপদাহের জন্য সতর্ক করে আসছে কানাডার আবহাওয়া অফিস। তবে বুধবারের পরে তাপমাত্রা কিছুটা কমতে পারে আবহাওয়া অফিসের ওয়েবসাইটে জানানো হয়েছে। এ সময়ে পশ্চিমাঞ্চলের সকল নাগরিকদের বাড়িতে থাকতে ও হাইড্রেটেড থাকার পরামর্শ দিয়েছে দেশটির আবহাওয়া অধিদফতর।

শুধু ব্রিটিশ কলাম্বিয়া নয়, কানাডার মেরু অঞ্চল থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের অরিগন, ওয়াশিংটন অবধি তাপমাত্রা স্বাভাবিক সময়ের গড়ের তুলনায় বেশি রয়েছে। গতকাল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটলে তাপমাত্রা ১০৮ ডিগ্রি ফারেনহাইটে উঠেছিল। আর অরিগন অঙ্গরাজ্যের বৃহত্তম শহর পোর্টল্যান্ডের তাপমাত্রা ছিল আরও বেশি। গতকাল সেখানে ১১৫ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা রেকর্ড করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস।

হঠাৎ করে তাপমাত্রা বাড়ার জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছে বিশেষজ্ঞরা। এমনকি একই কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, 'তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে জলবায়ু পরিবর্তনের সম্পর্ক রয়েছে।'

মামুন


আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ