• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

গায়ানায় স্কুল ছাত্রাবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২০

প্রকাশিত: মে ২২, ২০২৩, ১১:০৪ পিএম

গায়ানায় স্কুল ছাত্রাবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ আমেরিকার দেশ গায়ানার একটি স্কুল ছাত্রাবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। খবর সিএনএনের।

দেশটির তথ্য বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার (২১ মে) রাতে মধ্যাঞ্চলীয় মাহদিয়া শহরের মাহদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রাবাসে অগ্নিকাণ্ড ঘটে। এতে ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।

এতে আরও বলা হয়, এটা বড় বিপর্যয়। এটা আমাদের জন্য ভয়াবহ বেদনাদায়ক। আমরা অনেক তাজা প্রাণ হারিয়ে ফেলেছি।

বিবৃতিতে নিহতরা ছাত্র, শিক্ষক বা কর্মচারীদের অন্য সদস্য কি না বলা হয়নি। কীভাবে আগুনের সূত্রপাত, তা-ও জানা যায়নি।


গায়ানার প্রেসিডেন্ট ইরফান আলী এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসার আশ্বাস দেন।

তিনি বলেন, আহতদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য তিনি রাজধানী জর্জটাউনের দুটি হাসপাতালকে নির্দেশ দিয়েছেন। যাতে সেখানে শিশুরা সবচেয়ে ভালো চিকিৎসাসেবা পায়।

ওই অঞ্চলটি ভারি বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া কঠিন হয়ে পড়েছে। যে কারণে জর্জটাউন থেকে প্রায় ১২৪ মাইল দক্ষিণের মাহদিয়ায় বেসরকারি ও সামরিক বিমান পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।


এডিএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ