• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বাখমুত দখল করায় রুশ সেনাদের অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন

প্রকাশিত: মে ২২, ২০২৩, ০১:৩৫ এএম

বাখমুত দখল করায় রুশ সেনাদের অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

দীর্ঘদিনের লড়াই ও সংগ্রামের পর ইউক্রেনের বাখমুত পুরোপুরি দখলে নেওয়ায় রাশিয়ার সশস্ত্র বাহিনী এবং ভাড়াটে ওয়াগনার বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর আল-জাজিরার।

যারা দীর্ঘ লড়াইয়ে ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহরটি নিয়ন্ত্রণে নিয়েছে তাদের পুরস্কৃত করারও ঘোষণা দিয়েছেন তিনি। এর আগে শহরটি এখন থেকে রাশিয়ার বলে শনিবার দাবি করেন ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন।

তবে পূর্ব ইউক্রেনের বাখমুতে এখনো রুশ বাহিনীর সঙ্গে লড়াইয়ের দাবি করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। কিন্তু রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও শনিবার শহরটিতে নিজেদের বিজয়ের ঘোষণা দিয়েছে।

ক্রেমলিনের বরাতে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাস জানিয়েছে, আর্টেমভস্ক (বাখমুতের রুশ নাম) মুক্ত করে অভিযান সমাপ্তি ঘোষণায় ওয়াগনার ও রাশিয়ার সশস্ত্র ইউনিটকে অভিনন্দন জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। শুধু তাই নয়, সেখানকার সব যোদ্ধাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি।

বাখমুত নিয়ন্ত্রণে নিতে গত ৯ মাস ধরে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে তীব্র লড়াইয়ের পর এই খবর এলো।

 

জেকেএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ