প্রকাশিত: মে ২১, ২০২৩, ০৭:৩৫ পিএম
প্রযুক্তি এখন নিয়ন্ত্রণ করছে আমাদের সম্পর্ককেও। কার সঙ্গে কখন কীভাবে পরিচয় হবে, আর সেই পরিচয়ের মাত্রা কেমন হবে, তা-ও নির্ধারণ করছে প্রযুক্তির অগ্রগতি। অনলাইন ডেটিংয়ে চলছে প্রেমের রমরমা বাজার। আবার সেখান থেকে আয়ও করছেন অনেকে।
সম্প্রতি প্রকাশিত মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন থেকে জানা যায়, একাধিক প্রেম করে টাকা আয় করছেন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার বাসিন্দা ক্যারিন মার্জোরি। তার এই আয়ের ধরন অবাক করেছে সবাইকে। আর কীভাবেই বা করছেন এই আয়?
ওই তরুণী নিজের এমন একটি এআই ক্লোন তৈরি করেছেন, যার সাহায্যে তিনি একই সময়ে একাধিক প্রেমিকের সঙ্গে ডেটিং করছেন। তিনি এর জন্য প্রতি মিনিটে ১ ডলার চার্জ নিচ্ছেন। এর মাধ্যমে মাসে তার আয় হচ্ছে লাখ লাখ টাকা। এখন পর্যন্ত তিনি কারও সঙ্গেই সরাসরি দেখা করেননি। বাজিমাত করেছেন শুধু ক্যারি এআই নামের ক্লোন বানিয়েই।
এখন পর্যন্ত এক হাজারের বেশি মানুষ ক্যারিন-এআইয়ে সাইন আপ করেছে। মার্জোরি জানিয়েছেন, অনেক অনুরাগী তার সঙ্গে সময় কাটাতে চান, তবে একইসঙ্গে সবাইকে সময় দেয়া সম্ভব নয়। তাই তিনি এআইকে এ কাজে ব্যবহার করছেন।
স্ন্যাপচ্যাটে তার ১.৮ মিলিয়নেরও বেশি ফলোয়ার, ইনস্টাগ্রামেও রয়েছে ২ মিলিয়নের বেশি ফলোয়ার।
জেকেএস/