• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
ওয়াগনার দাবি করেছে

অবশেষে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত রাশিয়ার দখলে

প্রকাশিত: মে ২১, ২০২৩, ০৩:৪৭ এএম

অবশেষে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত রাশিয়ার দখলে

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

অবশেষে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত রাশিয়ার দখলে এসেছে। এমনটাই দাবি করেছে, রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনার। প্রতিষ্ঠানটি প্রধান ইয়েভজেনি প্রিগোজিন শনিবার (২০ মে) এক ভিডিও ভাষণে এই দাবি করেন।

রুশ সংবাদমাধ্যম আরটি এবং বার্তা সংস্থা রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বিষয়টি জানিয়েছে।  

ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বলেন, ‘আজ (শনিবার) দুপুরে বাখমুতকে পুরোপুরি দখল করে নেয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘শহরের শেষ অংশ যেখানে উঁচু দালানের মাঝে আশ্রয় নিয়েছিল তাও এখন রাশিয়ারে সৈন্যদের দখলে।’

ইয়েভজেনি প্রিগোজিন জানান, ওয়াগনারের সৈন্যরা শহরটিতে আগামী বৃহস্পতিবার (২৫ মে) পর্যন্ত অপেক্ষা করবে। তিনি জানান, এই সময়ের মধ্যে শহরের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপর শহরটিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ছেড়ে দেয়া হবে এবং ওয়াগনারের সৈন্যরা বিশ্রাম নিয়ে আবারও নতুন কোনো লড়াইয়ের জন্য প্রস্তুত হবে।

প্রিগোজিনের দেয়া তথ্যানুসারে, ‘বাখমুতের মাংস চূর্ণকরণ’ নামে পরিচালিত শহর দখলের লড়াইটি চলেছে সবমিলিয়ে ২২৪ দিন। তিনি বলেন, ‘আমরা পুরো শহরটিই দখল করেছি। এর প্রতিটি দালান আমাদের দখলে, যাতে কেউ বলতে না পারে যে, আমরা শহরের ছোট্ট একটি অংশ দখল করেছি মাত্র।’  

ভিডিও ভাষণে ওয়াগনার প্রধান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকেও সম্বোধন করেন। তিনি বলেন, ‘কোনো রসিকতা নয়, ইউক্রেনের সৈন্যরা বাখমুত রক্ষায় সাহসিকতার সঙ্গে লড়াই করেছে।’ তিনি জেলেনস্কিকে উদ্দেশ্য করে আরও বলেন, ‘আজ যখন আপনার সঙ্গে প্রেসিডেন্ট বাইডেনের দেখা হবে তখন তার কপালে চুমু দেবেন এবং বলবেন, আমি তাকে (বাইডেনকে) হাই জানিয়েছি।’


তবে প্রিগোজিনের এই দাবি অস্বীকার করেছে কিয়েভ। ইউক্রেনীয় সেনাবাহিনীর মুখপাত্র সের্গেই শেরেভাতি রয়টার্সকে বলেছেন, ‘এটি সত্য নয়। আমাদের যোদ্ধারা এখনো বাখমুতে লড়াই করছেন।’

উল্লেখ্য, শনিবার সকালে ফরাসি বিমানবাহিনীর একটি বিমানে করে জেলেনস্কি জি-৭ সম্মেলনে যোগ দিতে জাপানের হিরোশিমায় পৌঁছান।  

 

জেকেএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ