• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রাশিয়ার রকেট হামলায় ইউক্রেনে ২ জন নিহত

প্রকাশিত: মে ২১, ২০২৩, ০২:৪৪ এএম

রাশিয়ার রকেট হামলায় ইউক্রেনে ২ জন নিহত

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার রকেট হামলায় ইউক্রেনের পূবাঞ্চলের দোনেৎস্কে দুইজন মারা গেছেন। শনিবার (২০ মে) এই রকেট হামলায় দেশটির পূর্বাঞ্চলের বিভিন্ন স্থাপনা ধ্বংস হয়ে গেছে। দোনেৎস্কের সামরিক বাহিনীর প্রধান পাভলো কিরিলেনকো বিষয়টি নিশ্চিত করেছেন। খবর সিএনএনের।

টেলিগ্রামে কিরিলেনকো বলেন, রাশিয়ার রকেট হামলায় চাসিভ ইয়ার সম্প্রদায়ের দুজন মারা গেছেন। তোরস্কেতে আহত হয়েছেন একজন। এছাড়াও চারটি বড় বড় ভবনসহ বিভিন্ন স্থাপনা ধ্বংস হয়ে গেছে।

কিরিলেনকো আরও বলেন, ভুলেদারেও অসংখ্য গোলাবর্ষণ করা হয়েছে। বোহোয়াভলেনকায় দুটি ভবন ধ্বংস হয়ে গেছে। অন্যদিকে পোলটাভকার বেশ কিছু গ্রামে রাশিয়া রকেট হামলা চালায়। রকেট হামলায় গ্রামগুলোর বেশকিছু ভবনের ক্ষয়ক্ষতি হয়।

গত সপ্তাহে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের হামলায় রাশিয়ার দুইজন সিনিয়র সামরিক অফিসার মারা গেছেন।

ইউক্রেনের ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার জানান, দোনেৎস্কের উত্তরাঞ্চলে বাখমুতে ইউক্রেনের পাল্টা আক্রমন রাশিয়ার আক্রমণের আশঙ্কা হ্রাস করেছে।


এদিকে পশ্চিমা মিত্রদেশগুলোকে  ইউক্রেনে যুদ্ধবিমান সরবরাহের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে, যুক্তরাষ্ট্র এবং এর মিত্রদেশগুলো ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করতে পারবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও, এর তীব্র বিরোধিতা করেছে রাশিয়া।

প্রতিক্রিয়ায় রাশিয়া বলেছে, ইউক্রেনকে যদি এফ-১৬ যুদ্ধবিমান দেয়া হয় তবে পশ্চিমা দেশগুলোই মারাত্মক ক্ষতির মুখে পড়বে। এ বিষয়ে রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্দর গ্রুশকো বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি যে, পশ্চিমা দেশগুলো এখনও ক্রমবর্ধমান হারে পরিস্থিতিকে উসকে দিচ্ছে। এটা তাদের নিজেদের জন্য বিশাল ক্ষতি ডেকে আনবে।’

 

জেকেএস/
 

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ