• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

সাত বছরের মধ্যেই চীন-রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়াবে যুক্তরাজ্য!

প্রকাশিত: মে ২০, ২০২৩, ১১:১৯ পিএম

সাত বছরের মধ্যেই চীন-রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়াবে যুক্তরাজ্য!

আন্তর্জাতিক ডেস্ক

আগামী সাত বছরের মধ্যেই চীন এবং রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে পারে যুক্তরাজ্য। এমন সতর্কবার্তাই উচ্চারণ করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। তাই তিনি সম্ভাব্য হুমকি মোকাবিলায় দেশের প্রতিরক্ষা বাজেট বা সামরিক ব্যয় বাড়ানোর কথা বলেছেন।

শুক্রবার (১৯ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যানসিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বেন ওয়ালেস এসব জানিয়েছেন।  

বেন ওয়ালেস বলেন, ‘কর্মকর্তার বলছেন যে, এই দশকের শেষ নাগাদ পৃথিবী আরও বেশি বিপজ্জনক এবং অস্থিতিশীল জায়গা হয়ে উঠবে এবং আমাদের জীবনে প্রতিরক্ষার বিষয়টি আরও জটিল হয়ে উঠবে।’

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘স্নায়ু যুদ্ধ পরবর্তী সময়ে বিশ্ব বর্তমানে একটি অস্বাভাবিক শান্তিপূর্ণ সময়ের শেষ পর্যায়ে রয়েছে। সামনের দিনগুলোতে বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিপক্ষের সঙ্গে বহুমুখী সংঘাত আসন্ন।’  

 
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী সাক্ষাৎকারে দেশটির চ্যান্সেলর অব এক্সচেকার তথা অর্থমন্ত্রী জেরেমি হান্টের কাছে আবেদন জানিয়েছেন, যেন নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রতিরক্ষা বাজেট ২ দশমিক ১ থেকে আড়াই শতাংশ বাড়ানো হয়। বেন ওয়ালেসের আহ্বানের আগেই গত মার্চে জেরেমি হান্ট জানিয়েছিলেন, আগামী পাঁচ বছরের মধ্যে তিনি ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য অতিরিক্ত ১৩ দশমিক ৬ বিলিয়ন ডলার বরাদ্দ করবেন।  

সাক্ষাৎকারে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জার্মানির সশস্ত্র বাহিনীকে আধুনিকীকরণের জন্য ১০৭ বিলিয়ন ডলারের তহবিল গঠনে জার্মান সরকারের পরিকল্পনারও প্রশংসা করেন। তিনি বলেন, ‘এটি ব্রিটেনবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। এটি আমাদের বলেছে যে, আমরা আবারও সেই দিনগুলিতে ফিরে যাচ্ছি যেখানে আপনাকে প্রতিরক্ষা খাতে আরও বেশি বিনিয়োগ করতে হবে।’


এডিএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ