প্রকাশিত: মে ২০, ২০২৩, ১১:১৯ পিএম
আগামী সাত বছরের মধ্যেই চীন এবং রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে পারে যুক্তরাজ্য। এমন সতর্কবার্তাই উচ্চারণ করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। তাই তিনি সম্ভাব্য হুমকি মোকাবিলায় দেশের প্রতিরক্ষা বাজেট বা সামরিক ব্যয় বাড়ানোর কথা বলেছেন।
শুক্রবার (১৯ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যানসিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বেন ওয়ালেস এসব জানিয়েছেন।
বেন ওয়ালেস বলেন, ‘কর্মকর্তার বলছেন যে, এই দশকের শেষ নাগাদ পৃথিবী আরও বেশি বিপজ্জনক এবং অস্থিতিশীল জায়গা হয়ে উঠবে এবং আমাদের জীবনে প্রতিরক্ষার বিষয়টি আরও জটিল হয়ে উঠবে।’
যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘স্নায়ু যুদ্ধ পরবর্তী সময়ে বিশ্ব বর্তমানে একটি অস্বাভাবিক শান্তিপূর্ণ সময়ের শেষ পর্যায়ে রয়েছে। সামনের দিনগুলোতে বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিপক্ষের সঙ্গে বহুমুখী সংঘাত আসন্ন।’
এডিএস/