প্রকাশিত: মে ২০, ২০২৩, ০৭:৩০ পিএম
ইউক্রেনকে তাৎক্ষণিক সামরিক সহায়তা হিসাবে ৩৭৫ মিলিয়ন ডলার পর্যন্ত সহায়তা দেওয়ার একটি আদেশে অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
শুক্রবার একজন মার্কিন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাপানের হিরোশিমায় ইউক্রেনের জন্য ৩৭৫ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করবেন। ২০২৩ সালের বিশ্বনেতাদের জি৭ শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে বাইডেন এ ঘোষণা করবেন।
নাম প্রকাশ না করার শর্তে এ কর্মকর্তা বলেন, প্যাকেজের মধ্যে আর্টিলারি, গোলাবারুদ ও হিমারস রকেটলঞ্চার অন্তর্ভুক্ত থাকবে।
জেকেএস/