প্রকাশিত: মে ১৯, ২০২৩, ১০:০৬ পিএম
গত বছরের সেপ্টেম্বরে মারা যান সাবেক ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ। পরে রাষ্ট্রীয় অন্ত্যোষ্টিক্রিয়ার মাধ্যমে শেষ বিদায় জানানো হয় তাকে। রানির চিরবিদায় অনুষ্ঠানে যুক্তরাজ্য সরকারের খরচ করেছে ১৬২ মিলিয়ন পাউন্ড, যা বাংলাদেশি অর্থে ২ হাজার ১০০ কোটি টাকার বেশি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার (১৮ মে) রানির অন্ত্যষ্টিক্রিয়া এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অনুষ্ঠানে কত খরচ হয়েছে সেই তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সরকার।
রানি দ্বিতীয় এলিজাবেথ ৮ সেপ্টেম্বর মারা গেলেও তাকে শেষ বিদায় জানানো হয় ১৯ সেপ্টেম্বর। এদিন বিশ্বের বেশ কয়েকটি দেশের রাষ্ট্র প্রধানসহ কয়েকশ বিদেশি অতিথি যুক্তরাজ্যে আসেন।
রানির কফিনটি রাখা হয়েছিল লন্ডনে ব্রিটিশ পার্লামেন্ট এবং স্কটল্যান্ডের এডিনবার্গে। ওই সময় তার কফিনটি এক নজর দেখতে হাজার হাজার মানুষ লাইন ধরেন। এ বিষয়টি নিরবিচ্ছিন্নভাবে করতে নিরাপত্তার পেছনে কোটি কোটি টাকা খরচ করা হয়।
এডিএস/