প্রকাশিত: মে ১৯, ২০২৩, ০৬:০৭ পিএম
পাল্টাপাল্টি পতাকা মিছিল কেন্দ্র করে উত্তপ্ত ইসরাইল-ফিলিস্তিন। বৃহস্পতিবার জেরুজালেম দিবস উপলক্ষে ওল্ড সিটিতে পতাকা মিছিল বের করে কয়েক হাজার ইসরাইলি। প্রতিবাদে অবরুদ্ধ গাজার ইসরাইল সীমান্তে বিক্ষোভ করেন ফিলিস্তিনিরা। এতে ইসরাইলি বাহিনীর গুলিতে আহত হন বেশ কয়েকজন। প্রতিবাদে টায়ারে আগুন জ্বালিয়ে ইসরাইল-বিরোধী স্লোগান দিতে দেখা যায় তাদের।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং ইসরাইলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের পৃথক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (১৮ মে) জেরুজালেম দিবস উপলক্ষে প্রায় ৫০ হাজার ইসরাইলি দেশটির পতাকা হাতে মিছিল করেন। জেরুজালেমে সমবেত হয়ে আনন্দ মিছিল করেন তারা। কড়া পুলিশি নিরাপত্তা থাকলেও ইসরাইলিদের সঙ্গে সাধারণ ফিলিস্তিনিদের সংঘাত হয় বেশ কয়েক জায়গায়। তবে বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।
এদিকে, কট্টরপন্থী ইসরাইলিদের পতাকা মিছিলের প্রতিবাদে বৃহস্পতিবারই গাজা সীমান্তে জড়ো হন শত শত ফিলিস্তিনি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জনসমুদ্রে পরিণত হয় পুরো এলাকা। ফিলিস্তিনের জাতীয় পতাকা হাতে ইসরাইলবিরোধী স্লোগান দেন তারা। এসময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় ইসরাইলি বাহিনী।
এডিএস/