প্রকাশিত: মে ১৯, ২০২৩, ০৫:১৬ পিএম
দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত লয়াল্টি দ্বীপে আঘাত হেনেছে ৭ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। এতে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি এবং হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আশপাশের চারটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম রেডিও নিউজিল্যান্ড এবং বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় সময় বিকেল তিনটার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এর একটু পরপরই প্যাসিফিকি সুনামি সতর্কতা কেন্দ্র ভানুয়াতু, ফিজি, নিউজিল্যান্ড এবং কিরিবাতির জন্য সুনামি সতর্কতা জারি করেছে। পাশাপাশি ফরাসি দ্বীপ নিউ ক্যালিডোনিয়াতেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৮ কিলোমিটার গভীরে।
এডিএস/