প্রকাশিত: মে ১৮, ২০২৩, ০৬:২৯ পিএম
যেকোনো সময় গ্রেফতার হওয়ার আশঙ্কা করছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। তিনি বলেছেন, ‘গ্রেফতারের আগে এটিই হয়তো আমার শেষ টুইট।’
ইমরান খান সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করা এক ভিডিওতে একথা বলেছেন।পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
লাহোরের জামান পার্কে নিজ বাসভবন থেকে শেয়ার করা ওই ভিডিওতে ইমরান খান বলেন, ‘আমি আবারও গ্রেফতার হওয়ার আগে এটিই হয়তো আমার শেষ টুইট। পুলিশ আমার বাসভবন ঘেরাও করে রেখেছে।’
ভিডিওতে দেখা যায়, দাঙ্গা পুলিশের পোশাকে সজ্জিত হয়ে একদল পুলিশ তার বাসভবনের সামনে অবস্থান করছে। পাশাপাশি পুলিশের বিপুল সংখ্যক গাড়ি রাস্তায় ঘোরাফেরা করছে।
এর আগে, দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে দেয়া এক ভাষণে ইমরান খান পাকিস্তানি এস্টাবলিশমেন্টের প্রতি আহ্বান জানিয়েছিলেন যেন তারা পরিস্থিতিকে উসকে না দেয়। কারণ, এতে কোনো পক্ষের জন্যই ফলাফল ভালো হবে না।
এদিকে, ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে আল কাদির ট্রাস্ট মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো বা এনএবি। ইমরান খানকে দেয়া তলব নোটিশে তাদের দুজনকে আজই (বৃহস্পতিবার, ১৮ মে) এনএবির সামনে হাজির হতে বলা হয়েছে।
জেকেএস/