• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ভয়াবহ ভূমিধ্বসে ইতালিতে মৃত ৯ ,গৃহহারা হাজারো মানুষ

প্রকাশিত: মে ১৮, ২০২৩, ০৬:০২ পিএম

ভয়াবহ ভূমিধ্বসে ইতালিতে মৃত ৯ ,গৃহহারা হাজারো মানুষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

 ইতালির উত্তরাঞ্চলীয় এমিলিয়া-রোমাগনা প্রদেশে একটানা ভারী বৃষ্টির জেরে ভয়াবহ ভূমিধস ও বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। গৃহহীন হাজারের বেশি মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

ইতালির কেন্দ্রীয় সরকারের বেসামরিক সুরক্ষা বিষয়ক মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত ৩৬ ঘণ্টায় এমিলিয়া-রোমাগনায় বাৎসরিক গড় বৃষ্টিপাতের অর্ধেকেরও বেশি বৃষ্টি হয়েছে। যার ফলে নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে অনেকটাই। ভেসে গেছে হাজার হাজার একর কৃষি জমি, রাস্তাঘাট। বিপর্যয় মোকাবিলা বাহিনী ইতিমধ্যে হাজার হাজার স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে এনেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এমিলিয়া-রোমাগনা জুড়ে প্রায় ১২০টি ভূমিধসের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৭টির বেশি এলাকা। একটি সেতুও ভেঙে পড়েছে। জল জমেছে রেলপথেও। যার জেরে একাধিক শহরের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

 

জেকেএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ