• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার শস্য চুক্তির মেয়াদ আরও দুই মাস বাড়ছে : এরদোয়ান

প্রকাশিত: মে ১৮, ২০২৩, ০২:৪৪ এএম

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার শস্য চুক্তির মেয়াদ আরও দুই মাস বাড়ছে : এরদোয়ান

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার শস্য চুক্তির মেয়াদ আরও দুই মাস বাড়ছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার একদিন আগেই বিষয়টি নিশ্চিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। খবর আল জাজিরার।

ইউক্রেন ও রাশিয়ার সংঘাতের কারণে কৃষ্ণসাগর দিয়ে কিয়েভের শস্য রফতানি হুমকির মুখে পড়ে। গত বছরের জুলাইয়ে জাতিসংঘ ও তুরস্ক মধ্যস্থতায় শস্য চুক্তিতে সই করেন রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা। চুক্তির ফলে রাশিয়া ও ইউক্রেনের খাদ্য সামগ্রী ও অন্যান্য পণ্য পরিবহন সম্ভব হয়।

চুক্তির শর্ত অনুযায়ী, এর মেয়াদ শেষ হলে ১২০ দিনের জন্য বাড়ানোর কথা বলা হলেও গত মার্চ মাসে রাশিয়া ৬০ দিনের জন্য বাড়াতে সম্মত হয়। চুক্তির সর্বশেষ বর্ধিত মেয়াদ বৃহস্পতিবার (১৮ মে) শেষ হতে যাচ্ছে। ফলে আবারও চুক্তিটি বর্ধিতকরণের প্রয়োজন দেখা দেয়।


বিস্তারিত আসছে...........

 

জেকেএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ