• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

পাকিস্তানে স্কুলছাত্রীদের গাড়িতে পুলিশের গুলিতে নিহত ১, আহত ৭

প্রকাশিত: মে ১৭, ২০২৩, ১০:৪২ পিএম

পাকিস্তানে স্কুলছাত্রীদের গাড়িতে পুলিশের গুলিতে নিহত ১, আহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশের সোয়াত জেলায় স্কুলছাত্রীদের গাড়িতে পুলিশের গুলিতে নয় বছর বয়সী এক ছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছ ৭ ছাত্রী।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে জানায়, মঙ্গলবারের (১৬ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত ছাত্রীদের পাশের সাইদু শরীফ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই হাসপাতালের চিকিৎসক জানিয়েছে, আহত গুলিবিদ্ধ ছাত্রীরা শঙ্কামুক্ত রয়েছে।


খাইবার পাখতুনখোয়া পুলিশের মহাপরিদর্শক আখতার হায়াত জানান, এ ঘটনায় অভিযুক্ত কনস্টেবল আলম খানকে আটক করা হয়েছে। তার কাছ থেকে অস্ত্র জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়র করা হয়েছে। তিনি জানান, অভিযুক্ত পুলিশ সদস্যের মানসিক সমস্যা রয়েছে।

হাসপাতালে ভর্তি আহত এক ছাত্রী ডনকে জানায়, তাদের বহনকারী ভ্যানটি স্কুলের গেট অতিক্রম করার সঙ্গে সঙ্গে ওই পুলিশ সদস্য গুলি চালানো শুরু করে।


এডিএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ