• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ভারতের এগরায় বড় বিস্ফোরণ, নিহত অন্তত ৯

প্রকাশিত: মে ১৭, ২০২৩, ০৮:৪৫ পিএম

ভারতের এগরায় বড় বিস্ফোরণ, নিহত অন্তত ৯

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৯ জনে দাঁড়াল। এ ঘটনায় আরও ৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর এনডিটিভির।

মঙ্গলবার (১৬ মে) পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল এলাকায় এ ঘটনা ঘটে।

এনডিটিভির প্রতিবেদনে জানায়, পূর্বমেদিনীপুরের এগরার খাদিকুর গ্রামে আচমকা বিস্ফোরণের শব্দ শুনতে পান এলাকাবাসী। কিছুক্ষণ পর এলাকার মানুষ ঘটনাস্থলে ছুটে যান। সেখানে মানুষের ছিন্নভিন্ন শরীরের অংশ পড়ে ছিল। আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েছেন অনেকেই।

স্থানীয়দের দাবি, ওই এলাকায় বেশ কয়েকটি বাড়িতে অবৈধ বাজি তৈরি হতো। খাদিপুরের সেই রকম একটা গ্রামের কয়েকটি বাড়িতে একযোগে বাজি বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের জেরে বাজি কারখানাটি সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এ বিষয়ে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে বলেন, ‘ওড়িশা সীমান্ত থেকে কিছুটা দূরে একটা বাড়িতে বিস্ফোরণ হয়েছে। সেখানে বাজি তৈরি হচ্ছিল। বিস্ফোরণের জেরে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় ৭ জন হাসপাতালে চিকিৎসাধীন।


এডিএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ