• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

বাইডেনের অস্ট্রেলিয়া সফর স্থগিত

প্রকাশিত: মে ১৭, ২০২৩, ০৫:৩৯ পিএম

বাইডেনের অস্ট্রেলিয়া সফর স্থগিত

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

অস্ট্রেলিয়া ও পাপুয়া নিউগিনি সফর স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে ক্যানবেরায় অনুষ্ঠেয় কোয়াড বৈঠকও বাতিল করা হয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বিষয়টি নিশ্চিত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সম্ভাব্য দেউলিয়াত্বের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র। দেশটির ট্রেজারি সেক্রেটারি তথা অর্থমন্ত্রী বারবার এ বিষয়ে সতর্ক করে বলেছেন, ১ জুনের আগে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ঋণগ্রহণ সীমা বাড়াতে না পারলে দেশটি দেউলিয়া হয়ে যেতে পারে। কিন্তু বিষয়টি নিয়ে এখনো কোনো সমাধানে পৌঁছাতে পারেনি মার্কিন কংগ্রেস। তাই বিষয়টি নিয়ে ১ জুনের আগেই সংশ্লিষ্ট সবার সঙ্গে অধিকতর আলোচনা করতে অস্ট্রেলিয়া সফর স্থগিত করেছেন বাইডেন।  

বুধবার (১৭ মে) সকালের দিকেও অ্যান্থনি আলবানিজ আশা প্রকাশ করেছিলেন, হয়তো বাইডেনের পরিবর্তে যুক্তরাষ্ট্রের শীর্ষ কোনো কর্মকর্তা কোয়াড বৈঠকে যোগ দেবেন। এতে হয়তো ভারত এবং জাপানের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কোয়াড জোটের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। তবে কয়েক ঘণ্টা পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী নিশ্চিত করেন যে, কোয়াড জোটের নির্ধারিত বৈঠক বাতিল করা হয়েছে।  

স্থানীয় একটি রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে বাইডেনের সফর এবং কোয়াড জোটের বৈঠক স্থগিতের বিষয়ে কথা বলেন আলবানিজ। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন কোয়াডের গুরুত্বের ওপর জোর দিয়েছেন। তবে তিনি মার্কিন কংগ্রেস এবং সিনেটের কিছু সদস্যের কর্মকাণ্ডে খুবই হতাশ।’


অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, ‘স্পষ্টতই নিজ দেশের অভ্যন্তরীণ বিষয় প্রেসিডেন্টের কাছে অগ্রাধিকার পাবে এবং বোধগম্যভাবেই এ সমস্যাগুলো সমাধানে তাকে ভূমিকা পালন করতে হবে।’  

অস্ট্রেলিয়ায় কোয়াড জোটের বৈঠক বাতিল করা হলেও ধারণা করা হচ্ছে জাপানের হিরোশিমায় শুরু হওয়া জি-৭ বৈঠকের পাশাপাশি কোয়াড জোটের বৈঠকও অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে ভারত, অস্ট্রেলিয়া, জাপান এবং যুক্তরাষ্ট্র সব দেশেরই নেতারা এ বৈঠকে যোগ দেবেন।

 

জেকেএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ