• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

ভারতীয় জ্বালানি আমদানি নিষিদ্ধ করবে ইউরোপ

প্রকাশিত: মে ১৭, ২০২৩, ০২:৪৭ এএম

ভারতীয় জ্বালানি আমদানি নিষিদ্ধ করবে ইউরোপ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল থেকে তৈরি ভারতীয় জ্বালানি আমদানি নিষিদ্ধ করবে ইউরোপ। এমনটা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। খবর আল জাজিরার।

তিনি বলেছেন, ভারত রাশিয়া থেকে রাশিয়া থেকে কেনা তেল পরিশোধন করে তা যেন ইউরোপে বিক্রি করতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেবে ইইউ।

ইউক্রেনে সেনা অভিযানের পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার কাছ থেকে জ্বালানি আমদানি কমিয়ে দিয়েছে। সেই জায়গায় রাশিয়ার অপরিশোধিত তেলের বড় ক্রেতা এখন ভারত। দেশটি থেকে সস্তায় তেল কিনে তা পরিশোধন করে ইউরোপে রফতানি করে থাকে এশিয়ার দেশটি।

গত সপ্তাহে ভারতের রাষ্ট্রায়ত্ত ঋণদাতা ব্যাংক বরোদা এক রিপোর্টে জানায়, রাশিয়া থেকে ভারতের তেল আমদানির পরিমাণ গত বছর ১০ গুণ বেড়েছে। ২০২১ সালে ভারত বছরে যে পরিমাণ অপরিশোধিত তেল আমদানি করেছিল, তার মধ্যে মাত্র ২ শতাংশ ছিল রাশিয়ার তেল। এখন সেই হার প্রায় ২০ শতাংশে পৌঁছেছে।

ব্যাংকটির হিসাব মতে, মস্কো থেকে অপরিশোধিত তেল কেনা বাড়িয়ে এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ভারত প্রায় ৫০০ কোটি ডলার সাশ্রয় করেছে। আর আমদানিকৃত এই তেল পরিশোধন করে ইউরোপের দেশগুলোতে রফতানি করেও বৈদেশিক মুদ্রা আয় করছে দেশটি।

তবে তেল আমদানি কমাতে নয়াদিল্লির ওপর এবার নিষেধাজ্ঞার কথা ভাবছে ইউরোপীয় নেতারা। ফিন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল।


রাশিয়া থেকে ভারতের কম দামে তেল কেনার সমালোচনা করে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া ও ভারতের মধ্যে তেল বাণিজ্য বৃদ্ধিতে আপত্তি করে না। তবে ডিজেলসহ পরিশোধিত জ্বালানি হিসেবে রাশিয়ার তেল যেন ইউরোপে বিক্রি না হয় সে বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

বোরেল আরও জানান, যে তিনি মঙ্গলবার বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বিষয়টি উত্থাপন করবেন। বর্তমানে জয়শঙ্কর ভারত-ইইউ ট্রেড অ্যান্ড টেকনোলজি কাউন্সিলের প্রথম বৈঠকের জন্য ব্রাসেলসে রয়েছেন।

 

জেকেএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ