প্রকাশিত: মে ১৬, ২০২৩, ০৯:৫৯ পিএম
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুরে বাজি কারখানায় বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। মঙ্গলবার (১৬ মে) পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল এলাকায় এ ঘটনা ঘটে।
কলকাতার বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, কলকাতা থেকে আনুমানিক ১৫০ কিলোমিটার দূরে পূর্বমেদিনীপুরের এগরার খাদিকুর গ্রামে আচমকা বিস্ফোরণের শব্দ শুনতে পান এলাকাবাসী। কিছুক্ষণ পর এলাকার মানুষ ঘটনাস্থলে ছুটে যান। সেখানে মানুষের ছিন্ন ভিন্ন শরীরের অংশ পড়ে ছিল। আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েছেন অনেকেই।
স্থানীয়দের দাবি, ওই এলাকায় বেশ কয়েকটি বাড়িতে অবৈধ বাজি তৈরি হতো। খাদিপুরের সেই রকম একটা গ্রামের কয়েকটি বাড়িতে একযোগে বাজি বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের জেরে বাজি কারখানাটি সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এডিএস/