• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নিউজিল্যান্ডের ওয়েলিংটনের একটি হোস্টেলে আগুন,নিহত ৬

প্রকাশিত: মে ১৬, ২০২৩, ০৬:৫৮ পিএম

নিউজিল্যান্ডের ওয়েলিংটনের একটি হোস্টেলে আগুন,নিহত ৬

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনের একটি আবাসিক হোস্টেলে আগুন লেগে অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে এবং এখনো ১১ জন নিখোঁজ রয়েছেন।

পুলিশ জানিয়েছে, মধ্যরাতের পরে মঙ্গলবার স্থানীয় সময় সাড়ে ১২টার দিকে নগরীর নিউটাউন এলাকার লোফার্স লজের চারতলা ভবনের চতুর্থ তলায় আগুন লাগে। আগুন লাগার কারণ জানা যায়নি।

কর্মকর্তারা জানিয়েছেন, অনেকে নিখোঁজ থাকায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা তাদের।

নগরীর তল্লাশি ও উদ্ধার কর্মীরা হোস্টেলটির ধিকিধিকি জ্বলতে থাকা ধ্বংসাবশেষের মধ্যে চিরুনি অভিযান শুরু করেছে বলে নিউজিল্যান্ড হেরাল্ড জানিয়েছে।

“এটি ওয়েলিংটনে প্রতি ১০ বছরের মধ্যে একবার ঘটা একটি অগ্নিকাণ্ড। এটি আমাদের জন্য সবচেয়ে দুঃসহ দুঃস্বপ্ন,” এক বিবৃতিতে বলেছেন জেলা ব্যবস্থাপক নিক পায়েট।

লোফার্স লজের বাসিন্দা টালা সিলি রাষ্ট্রায়ত্ত রেডিও নিউজিল্যান্ডকে জানিয়েছেন, দরজার নিচ দিয়ে ধোঁয়া আসছে এমনটি দেখে দরজা খুলে দেখেন পুরো হলওয়ে ধোঁয়ায় ভরে আছে। তিনি জানালা দিয়ে দুই তলা নিচে আরেকটি ছাদে লাফিয়ে পড়ার সিদ্ধান্ত নেন।

“এটি নিছক পাগলামি, এটি সত্যি পাগলামি, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম হয় আমাকে জানালা দিয়ে লাফিয়ে পড়তে হবে অথবা ভবনের ভেতরে পুড়ে মরতে হবে,” বলেন তিনি।

ফায়ার এন্ড ইমার্জেন্সি নিউজিল্যান্ডের (এফইএনজেড) বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আগুন লাগার কারণ বের করতে তদন্ত শুরু করার পাশাপাশি কাঠামোগত এবং ঝুঁকি মূল্যায়ন করে দেখা শুরু হয়েছে।  

পুলিশ জানিয়েছে, ৯২ রুমের ভবনটিতে প্রবেশ নিরাপদ না হওয়া পর্যন্ত তারা আর বেশি কিছু জানাতে পারছেন না আর ভবনটির ছাদ ধসে পড়ার ঝুঁকি রয়ে গেছে।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স ব্রেকফাস্ট টেলিভিশন শো ‘এএম’ এ বলেছেন, ছয়জনের মৃত্যু হয়েছে এবং পুলিশ জানিয়েছে, তারা আশা করছে মৃত্যুর সংখ্যা ১০ এর কম হবে।

হিপকিন্স ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ে জরুরি পরিষেবা কর্মীদের সঙ্গে কথা বলেছেন।

পরিদর্শনের পর গণমাধ্যমকে তিনি বলেন, “এটি অত্যন্ত শোচনীয় একটি ঘটনা আর পরিস্থিতি ভয়ঙ্কর।”

এখন পরিস্থিতি সামাল দেওয়াকেই সবচেয়ে ‘জরুরি’ বলে বিবেচনা করছেন বলে জানিয়েছেন তিনি।

 

জেকেএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ