• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

যুক্তরাষ্ট্রের ফার্মিংটন শহরে এক তরুণের গুলিতে নিহত ৩

প্রকাশিত: মে ১৬, ২০২৩, ০৫:৫৫ পিএম

যুক্তরাষ্ট্রের ফার্মিংটন শহরে এক তরুণের গুলিতে নিহত ৩

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে এক তরুণের এলোপাতাড়ি গুলিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ নয়জন আহত হয়েছেন। সোমবার অঙ্গরাজ্যটির ফার্মিংটন শহরে এ ঘটনা ঘটে।

দেশটির পুলিশ সদস্যরা জানায়, ১৮ বছর বয়সী সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন। খবর আল-জাজিরার

স্থানীয় পুলিশের উপপ্রধান ব্যারিক ক্রাম এক সংবাদ সম্মেলনে বলেন, সাধারণ মানুষকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় একাধিক ব্যক্তি তাদের জরুরি ভিত্তিতে টেলিফোন করেন। চার পুলিশ কর্মকর্তা ওই ‘বন্দুকধারীকে ঠেকাতে সমর্থ হন’।

তিনি আরও জানান, আহত দুই পুলিশ কর্মকর্তা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তদন্ত চলছে।

বেসরকারি সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভের হিসাবে, চলতি বছরের এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে অন্তত ২২৫টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

 

জেকেএস/

আর্কাইভ