• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বৌদির সঙ্গে নাচতে গিয়ে প্রাণ গেলো দুই ভাইয়ের

প্রকাশিত: মে ১৬, ২০২৩, ০৫:৪১ পিএম

বৌদির সঙ্গে নাচতে গিয়ে প্রাণ গেলো দুই ভাইয়ের

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

বিয়েবাড়িতে স্ত্রীকে নাচতে দেখে ধারাল অস্ত্র নিয়ে তেড়ে যান তার স্বামী। এ সময় বাধা দিতে গেলে দুই ভাইয়ের ওপর আক্রমণ করেন। ‘বৌদির সঙ্গে নাচছিস কেন’ বলেই তাদেরকে কুপিয়ে জখম করেন। এতে নিহত হন তারা।

এ সময় শ্যালকও ধারাল অস্ত্রের কোপ মারেন ওই যুবক। তারা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের ছত্তীসগঢ়ের কবীরধাম এলাকায়। অভিযুক্তের নাম তিন্‌হা বেগা। ঘটনার সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ।

পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিশের সুপারিনটেন্ডেন্ট লালুমেন্দ সিংহ জানিয়েছেন, মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার পরে তা পরিবারের হাতে তুলে দেওয়া হবে। কেন যুবক এ ঘটনা ঘটালেন, ভাইদের সঙ্গে অন্য কোনো বিষয় নিয়ে আগে থেকেই শত্রুতা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। 

 

জেকেএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ