প্রকাশিত: মে ১৫, ২০২৩, ০৯:৩০ পিএম
ভারতের তামিলনাড়ু রাজ্যে বিষাক্ত মদপানে ১১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ৩০ জন হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। খবর এনডিটিভির।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের তামিলনাড়ু রাজ্যে দুটি ঘটনায় কথিত বিষাক্ত মদপান করে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাতজন রাজ্যটির ভিলুপুরম জেলায় এবং চারজন চেঙ্গলপাট্টু জেলায় মারা গেছেন বলে পুলিশ জানিয়েছে।
এ ছাড়া এ ঘটনায় অসুস্থ হয়ে পড়া ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবৈধ মদ সরবরাহের জন্য দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
তামিলনাড়ু পুলিশের আইজি (নর্থ জোন) কানন বলেন, এই চক্রের বাকি সদস্যদের ধরতে তল্লাশি চলছে।
এডিএস/