• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

পোপের সঙ্গে সাক্ষাৎ করতে ইতালিতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

প্রকাশিত: মে ১৪, ২০২৩, ১২:৫৬ এএম

পোপের সঙ্গে সাক্ষাৎ করতে ইতালিতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

পোপ ফ্রান্সিস এবং ইতালির নেতাদের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে রোমে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর বিবিসির।

ইতালিতে পৌঁছানোর পর জেলেনস্কি এক টুইটবার্তায় বলেন, ইউক্রেনের বিজয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ সফর এটি।  

এ সফরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলার সঙ্গে সাক্ষাৎ করবেন জেলেনস্কি। এরপর শনিবারই ভ্যাটিকানের দিকে রওনা হবেন। সেখানে পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ ও আলাপ করবেন।

জেলেনস্কির আগমনে তার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে ইতালি সরকার। তার নিরাপত্তায় নিয়োজিত করা হয়েছে প্রায় এক হাজার পুলিশ। সেইসঙ্গে রোমকে নো-ফ্লাই-জোন ঘোষণা করা হয়েছে।

এর আগে পোপ ফ্রান্সিস জানান, ইউক্রেন যুদ্ধ থামাতে মাধ্যম হিসেবে ভূমিকা রাখবে ভ্যাটিকান।

 

জেকেএস/

আর্কাইভ