• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মেট্রোরেলে স্বামী-স্ত্রীর অস্বাভাবিক কার্যকলাপ; ভিডিও ভাইরাল, বিরক্ত কর্তৃপক্ষ

প্রকাশিত: মে ১২, ২০২৩, ০৬:১৮ পিএম

মেট্রোরেলে স্বামী-স্ত্রীর অস্বাভাবিক কার্যকলাপ; ভিডিও ভাইরাল, বিরক্ত কর্তৃপক্ষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের মেট্রোরেলে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। সম্প্রতি মেট্রোরেলের ফ্লোরে বসে এক দম্পতির চুমু খাওয়া দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। খবর এনডিটিভি

এদিকে মেট্রোরেলে উঠে এ ধরনের অশালীন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে যাত্রীদের আহ্বান জানিয়ে দিল্লি মেট্রোরেল করপোরেশন। একই সঙ্গে মেট্রোতে উঠে কেউ যদি এমন অশালীন কর্মকাণ্ড করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মীদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই দম্পতি মেট্রোরেলে ফ্লোরে বসে আসেন। এ সময় স্ত্রীকে কোলে নিয়ে একের পর এক চুমু খেয়ে যাচ্ছেন।

অনেকে ভিডিওটি দেখার পর রসিকতা করতে ছাড়েননি। তবে কেউ কেউ বিষয়টি ভালো চেখে দেখেনি, তারা এই দম্পতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

গত কয়েক মাস ধরে দিল্লি মেট্রোরেলে একের পর এক অসামাজিক কর্মকাণ্ড ভাইরাল হচ্ছে। এ নিয়ে অস্বস্তিতে পড়েছে রেল কর্তৃপক্ষ। 

 

জেকেএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ