প্রকাশিত: মে ৯, ২০২৩, ১১:৪৯ পিএম
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ ছাড়া দেউলিয়া হতে পারে পাকিস্তান। মঙ্গলবার (৯ মে) ব্লুমবার্গকে এমন তথ্য জানিয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি মুডিস।
সিঙ্গাপুরের রেটিং কোম্পানির সার্বভৌম বিশ্লেষক গ্রেস লিম বলেছেন, আমরা আশা করছি, এই অর্থবছরের শেষ অবধি পাকিস্তান তার ঋন পরিশোধ করতে পারবে। কিন্তু এটাও দেখতে পাচ্ছি জুনের মধ্যে পাকিস্তানের অর্থের বিকল্প উপায় বের করা বেশ কঠিন। আইএমএফের ঋণ ছাড়া পাকিস্তান দেউলিয়া হয়ে যাবে।
পাকিস্তান ২০১৯ সালে আইএমএফ ৬.৫ বিলিয়ন ডলারের বেইলআউট প্যাকেজ গ্রহণ করেছে। কিন্তু আইএমফের নতুন ১.২ বিলিয়ন ডলারের প্রোগামটি পাকিস্তান পাবে কি না তা এখনো নিশ্চিত হয়নি। কারণ এর আগে পাকিস্তান তার ঋণদাতার কিছু শর্ত পূরণ করতে পারেনি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে আইএমএফের একটি প্রতিনিধিদল পাকিস্তান সরকারের সঙ্গে একটি আলোচনায় বসেছিল।
এডিএস/