• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

এবার ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান

প্রকাশিত: মে ৯, ২০২৩, ০৮:০৯ পিএম

এবার ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

ভূমিকম্পে কেঁপে ওঠেছে আফগানিস্তান। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৩। তবে এতে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। খবর এএনআই-এর।

স্থানীয় সময় সোমবার (৮ মে) দিবাগত রাত ২ টা ৩২ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে।  

আফগানিস্তানের জাতীয় ভূমিকম্প কেন্দ্র (এনসিএস) এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

সংস্থাটি বলেছে, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফয়জাবাদ শহর থেকে ১১৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠ থেকে ১২০ কিলোমিটার গভীরে।


এর আগে, গত ৩ মে আফগানিস্তানে রিখটার স্কেলে ৫.২ মাত্রার এক ভূমিকম্প আঘাত হানে।
 
দেশটির জাতীয় ভূমিকম্প কেন্দ্রের তথ্য অনুযায়ী, ওই দিন রাত ২টা ২১ মিনিটে আঘাত হানা ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৬৯ কিলোমিটার গভীরে।


এডিএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ