• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ভিয়েতনামে বেনামি ফেসবুক অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ

প্রকাশিত: মে ৯, ২০২৩, ০৭:৪৪ পিএম

ভিয়েতনামে বেনামি ফেসবুক অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

ভিয়েতনামে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ভেরিফাই করে বেনামি অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। অনলাইন কেলেঙ্কারি রোধে এ ধরনের পদক্ষেপ নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৯ মে) বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসবুকের ভেরিফাই করা হয়নি এমন অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেয়া হবে।

এর আগে গত বছর ৪৮ ঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ফেক নিউজ সরিয়ে নেয়ার পদক্ষেপ নিয়েছিল সরকার। তবে এই পদক্ষেপ ৪৮ ঘণ্টার পরিবর্তে ২৪ ঘণ্টাতেই কার্যকর হয়।
 
এ ছাড়াও ২০২২ সালে দেশটিতে গুগল ও ফেসবুক ব্যবহারকারীদের তথ্য সংরক্ষণের জন্য আইন পাস করা হয়।

এ বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, এ আইন সরকারকে বিভিন্ন প্রতিষ্ঠানকে চাপের মধ্যে রাখার বৃহত্তর ক্ষমতা তুলে দিয়েছে। এ ছাড়াও এই আইনের কারণে জনসাধারণের মতপ্রকাশের স্বাধীনতা ও গোপনীয়তা লঙ্ঘন হতে পারে।

এ আইনের আওতায় দেশের সব প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে।

এ বিষয়ে দেশটির তথ্যমন্ত্রী নাগুইন থানাহ জানিয়েছেন, এ আইনের আওতায় সরকার সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবে।

 
বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ও ঘৃণা ছড়ানোর পরিমাণ বেড়ে গেছে, যা দক্ষিণ এশিয়ার সরকারগুলোর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ কারণে ভিয়েতনামের সরকার এই পদক্ষেপ নিয়েছে।

২০২৩ সালে বিশ্ব মুক্ত গণমাধ্যমের তালিকায় ১৮০টি দেশের মধ্যে ভিয়েতনামের অবস্থান ১৭৮তম। চীন ও দক্ষিণ কোরিয়ার ওপরে এর অবস্থান।


এডিএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ