প্রকাশিত: মে ৯, ২০২৩, ০৬:৩২ পিএম
রাশিয়ার সঙ্গে লড়াইরত ইউক্রেনকে আরও ১২০ কোটি ডলারের সামরিক সহায়তা দেয়ার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এমনটাই জানিয়েছে। যত দ্রুত সম্ভব এই সহায়তা ইউক্রেনে পৌঁছে দেয়া হবে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র প্রস্তাবিত নতুন সহায়তার আওতায় ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, গোলাবারুদ, নগদ অর্থ সহায়তা এবং প্রশিক্ষণ দেয়া হবে।
ওই কর্মকর্তা জানিয়েছেন, এই সহায়তা প্যাকেজের আওতায় ইউক্রেন ১৫৫ মিলিমিটার হাউইটজারে গোলা, কাউন্টার ড্রোন গোলা, স্যাটেলাইট চিত্র পাওয়ার জন্য নগদ অর্থ এবং বিভিন্ন ধরনের প্রশিক্ষণ সুবিধা দেয়া হবে ইউক্রেনকে।
যুক্তরাষ্ট্র সরকারের ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ইনিশিয়েটিভ (ইউএসএআই) এর আওতায় এই সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। এই ইউএসএআই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় ভাণ্ডারে থাকা অস্ত্র সরাসরি সহায়তা দেয়ার বদলে বাইরে থেকে অস্ত্র সংগ্রহ করে তা ইউক্রেনে পাঠানোর সুযোগ দেয়।
জেকেএস/