আন্তর্জাতিক ডেস্ক
করোনাভাইরাসের ২৫ লাখ ডোজ টিকা উপহার হিসেবে বাংলাদেশকে দেয়ার কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র। উপহারের এ টিকা চলতি সপ্তাহেই পাবে বাংলাদেশে। ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন হোয়াইট হাউজের এক কর্মকর্তা।
নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউসের ওই কর্মকর্তা এএফপিকে বলেন, বিশ্বব্যাপী মহামারি অবসানে নেতৃস্থানীয় ভূমিকা পালনে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশে মডার্নার ২৫ লাখ ডোজ ভ্যাকসিন পরিবহন শুরু হবে। মহামারির গুরুত্ব বিবেচনায় চলতি সপ্তাহেই এ ভ্যাকসিন সরবরাহ করা হবে।
গত ২৬ জুন এক টুইট বার্তায় ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বাংলাদেশকে শিগগিরই ২৫ লাখ ডোজ মডার্নার টিকা দেয়া হবে বলে জানান। এক টুইট বার্তায় মিলার বলেন, ‘বাংলাদেশ খুব শিগগিরই কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২৫ লাখ ডোজ মডার্না কোভিড-১৯ ভ্যাকসিন উপহার পাবে।’
কোভ্যাক্সের মাধ্যমে এবং সরাসরি বিভিন্ন দেশের জন্য তিন কোটি টিকা দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সেই তালিকায় রয়েছে বাংলাদেশ। গত ২২ জুন করোনার টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আট দেশের পাশাপাশি এশিয়ার ১৮টি দেশকে নতুন করে এক কোটি ৬০ লাখ টিকা দেয়ার ঘোষণা দেয় হোয়াইট হাউস। এ ছাড়া বিশ্বের আরও ৩০টি দেশ ও জোটকে যুক্তরাষ্ট্র সরাসরি এক কোটি ৪০ লাখ ডোজ টিকা দেবে। সেই তালিকায়ও রয়েছে বাংলাদেশ।
মামুন/এম. জামান
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন