• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

রাশিয়ায় ড্রোন হামলা করতে গিয়ে বিপাকে পড়ল ইউক্রেন

প্রকাশিত: মে ৬, ২০২৩, ০৩:৫৯ এএম

রাশিয়ায় ড্রোন হামলা করতে গিয়ে বিপাকে পড়ল ইউক্রেন

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ায় ড্রোন হামলা করতে গিয়ে বিপাকে পড়ল ইউক্রেন। রাশিয়াকে লক্ষ্য করে ছোঁড়া হলেও তা বুমেরাং হয়ে ফিরে আসছে। বৃহস্পতিবার (৪ মে) এমন ঘটনা ঘটেছে। রাশিয়ায় আঘাত হানার জন্য ড্রোন ছোড়া হলেও পরে সেটি উল্টো কিয়েভের দিকে ফিরে আসে। পরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়। খবর দ্যা গার্ডিয়ান।

বিস্ফোরণের পরপরই আগুন ধরে গেলে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ওই ঘটনায় কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কিয়েভের দাবি, ড্রোনটি আকাশে ছোড়া হলেও পরবর্তীতে এর নিয়ন্ত্রণ না থাকায় এই পরিস্থিতির সৃষ্টি।

এদিকে ক্রেমলিনে ড্রোন হামলার ঘটনায় শুরু হয়েছে পাল্টাপাল্টি দোষারোপ। ইউক্রেনের পর এবার যুক্তরাষ্ট্রের দিকে অভিযোগের আঙুল তুলেছে রাশিয়া।

রশিয়া বলেছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে ড্রোন হামলার পেছনে ওয়াশিংটনের হাত রয়েছে। তবে মস্কোর এমন অভিযোগ অস্বীকার করেছে ওয়াশিংটন। বৃহস্পতিবার হোয়াইট হাউজে এক প্রশ্নের জবাবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করা চরম মিথ্যাচার।

অন্যদিকে রাশিয়ার সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দেয়ার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নেদারল্যান্ডসে একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে পরিদর্শনের পাশাপাশি যুদ্ধাহত সেনা সদস্যের সঙ্গে সাক্ষাত করেন জেলেনস্কি। এ সময় রাশিয়ার বিরুদ্ধের যুদ্ধাপরাধের বিচার কার্যক্রম দ্রুত শেষ করতে আন্তর্জাতিক অপরাধ আদালতের কার্যক্রম বাড়ানোর দাবি জানান তিনি।

 

জেকেএস/

আর্কাইভ