• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

কাশ্মীরে অভিযানে গিয়ে ৫ ভারতীয় সেনা নিহত

প্রকাশিত: মে ৬, ২০২৩, ০২:৩৩ এএম

কাশ্মীরে অভিযানে গিয়ে ৫ ভারতীয় সেনা নিহত

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে পাঁচ সেনা নিহত এবং একজন আহত হয়েছেন।

প্রতিরক্ষা বাহিনীর একজন মুখপাত্র বলেন, সেনাবাহিনী সন্ত্রাসীদের নির্মূল করার জন্য অভিযান শুরু করে; যারা সেনাবাহিনীর ওপর সাম্প্রতিক হামলার জন্য দায়ী। ওই হামলায় পাঁচজন সেনা নিহত হন।

সেনাবাহিনীর সূত্রের বরাতে তিনি বলেন, অভিযানের সময় ‘সন্ত্রাসীরা প্রতিশোধের জন্য বিস্ফোরণ ঘটায়’। এতে দুই সেনা ঘটনাস্থলেই নিহত হন। চারজনকে আহতাবস্থায় উদ্ধার করে উধমপুরের কমান্ড হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনজন মারা গেছেন।

রাজৌরি জেলার কান্দি এলাকার কেশরি হিলে অভিযান চালানো হয়। সেনাবাহিনী বলছে, তারা একটি গুহায় প্রবেশ করা সন্ত্রাসীদের একটি গোষ্ঠীর উপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেয়েছিল।

সেনাবাহিনীর মতে, সন্ত্রাসীদের দলটি ২০ এপ্রিল পুঞ্চ জেলার ভাটা ধুরিয়ানে একটি সেনা ট্রাকে অতর্কিত হামলায় জড়িত ছিল। ওই হামলায় পাঁচ সেনা নিহত হয় এবং সন্ত্রাসীরা সৈন্যদের অস্ত্র নিয়ে পালিয়ে যায়।

 

জেকেএস/

আর্কাইভ